বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhumi Pednekar: ‘গায়ে সামান্য কাপড়..’, ‘লাস্ট স্টোরিজে’ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে অকপট ভূমি

Bhumi Pednekar: ‘গায়ে সামান্য কাপড়..’, ‘লাস্ট স্টোরিজে’ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে অকপট ভূমি

অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ভূমি পেদনেকর

Bhumi Pednekar: 'লাস্ট স্টোরিজ'-এর অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের সময় অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছিলেন ভূমি পেদনেকর। অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অকপট অভিনেত্রী।

বিভিন্ন শেডের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। সামাজিক প্রেক্ষাপটের উপর তৈরি ছবিতে বেশিরভাগ অভিনয় করেছেন তিনি। তবে একাধিক প্রোজেক্টে সাহসী দৃশ্যে ভূমির অভিনয় নিয়ে জোর চর্চা হয়েছে। এর মধ্যে অন্যতম 'লাস্ট স্টোরিজ'। এই সিরিজে একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় ছিলেন অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি জানিয়েছেন, 'লাস্ট স্টোরিজ'-এ সাহসী দৃশ্যে অভিনয়ের সময় খুব নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। এই ছবির প্রথম সিজন ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং করণ জোহর পরিচালিত চারটি শর্ট ফিল্মের সিরিজ এটি। ভূমি এই সিরিজে বাড়ির পরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন। যে বাড়ির মালিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে আরও অভিনয় করেছেন নীল ভূপালম।

আরও পড়ুন: অস্ত্রোপচারের দাগ ছুঁয়েছে পিঠ পর্যন্ত, বছর শেষে বিকিনিতে সাহসী ছবি মিত্তল

সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 'লাস্ট স্টোরিজ'-এর শ্যুটিংয়ের সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন ভূমি। অভিনেত্রী বলেছেন, ঘরভর্তি লোকের সামনে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। 

জোয়া আখতার পরিচালিত 'লাস্ট স্টোরিজ'-এর দ্বিতীয় সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভূমি। অভিনেত্রী বলেছেন, ‘লাস্ট স্টোরিজের শ্যুটিংয়ের সময় অনেকটা নার্ভাস হয়ে পড়েছিলাম আমি। মনে হচ্ছিল যেন দমবন্ধ হয়ে আসছে। আমাদের কাছে তখন ঘনিষ্ঠতা সমন্বয়কারীও ছিল না। তবে জোয়া বিষয়টা ধরতে পেরেছিল। আমাকে এবং নীলকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বিষয়টা সহজ করে তুলেছিল।’

ভূমির কথায়, ‘ঘরভর্তি মানুষের মধ্যে সবথেকে যতটা নগ্ন হওয়া যায় ততটা নগ্ন হতে হয়েছিল আমাকে। তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার কাছে সুরক্ষার জন্য টুকরো কাপড় ছিল। প্রযুক্তিগতভাবেও সমস্ত সহায়তা ছিল। কিন্তু তবুও, নীল এবং আমাকে মুখোমুখি বসতে হয়েছিল। নিজেদের সীমানাটুকু বেঁধে নিয়েছিলাম আমরা। শুধু পরিচালক, আপনি এবং আপনার সহ-অভিনেতার মধ্যে সেই কথোপকথন গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমাদের মুহূর্তটাকে উজ্জীবিত করতে হত।’

 

বন্ধ করুন