সম্প্রতি সলমন খানের সঙ্গে 'কিসি কা ভাই কিসি কি জান'-এ অভিনয় করেছেন। তবে তার আগে ভূমিকা চাওলাকে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’তে। সেখানে সুশান্তের বড় দিদির চরিত্রে অভিনয় করেছিলেন ভূমিকা। যদিও সুশান্তের সঙ্গে অল্প সময়ের জন্যই দেখা গিয়েছিল তাঁকে। তবে সুশান্তের সঙ্গে কাজ করার দৌলতে তাঁকে বেশ কাছ থেকেই দেখার ও জানার সুযোগ হয়েছিল ভূমিকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন ভূমিকা চাওলা। তিনি সুশান্ত সিং রাজপুতে একজন মাটিতে পা রেখে চলা মানুষ হিসাবেই বর্ণনা করেছেন। ভূমিকার কথায়, ‘রাঁচিতে শ্য়ুটিংয়ের সময় সুশান্ত আমাকে জীবনে ও নানান বিষয়ে কথা বলতেন। আমি শুধুই সেগুলো বসে বসে শুনেছি। তখন আমার মনে হয়েছিল অভিনেতারাও তো মানুষ, তাঁরাও অনেক আবেগের মধ্যে দিয়ে যান।’ ভূমিকা জানান, তাঁরও সুশান্তের মৃত্য়ুর কথা মানতে অনেক সময় লেগেছিল।
ভূমিকা চাওলা জানান, সুশান্ত সিং-এর মৃত্যুর পর যেভাবে সেটাকে নিয়ে খবর করা হয়েছিল, তাতে তিনি বিরক্ত হয়েছিলেন। তাঁর কথায়, বলিউড, স্বজনপোষণ, মাদক, এসব খবর আমায় হতাশ হয়েছিল। টেলিভিশনের শোগুলি তখন তাঁর শাশুড়ি-বউমার শো বলে মনে হয়েছিল।
ভূমিকা চাওলার কথায়, ‘আমার শুধুই মনে হচ্চিল চ্যানেলগুলিতে এসব কী দেখানো হচ্ছে! কেনই বা হচ্ছে? দেশে আসলে কী ঘটছে তা ওরা দেখাতে চায় না, শুধুই মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা। আমার মনে হয়েছিল, আপনি জনসাধারণের আদালতকে পরিচালনা করতে পারবেন না। আগে তদন্ত করুন তারপর জানান কী হয়েছে! এধরনের খবরে কোনও শালীনতা ছিল না। অথচ সেসময় গত ৪ মাস ধরে মহামারীর সঙ্গে দেশ লড়াই করছিল।’
ভূমিকায় বলেন, ‘সুশান্তের বয়স ভীষণই কম ছিল, আর দুর্ভাগ্যবশত, অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিল। কেউ বলেছিল এটা একাকীত্ব, কেউ বলেছিল এটি অবসাদ। আমি জানি না ঠিক কী হয়েছিল।’