বাংলা নিউজ > বায়োস্কোপ > বাজিরাও মাস্তানিতে ভূমিকার থাকার কথা ছিল! কেন হাতছাড়া হয়েছিল সঞ্জয় লীলা বনসালির ছবি

বাজিরাও মাস্তানিতে ভূমিকার থাকার কথা ছিল! কেন হাতছাড়া হয়েছিল সঞ্জয় লীলা বনসালির ছবি

বাজিরাও মাস্তানিতে থাকার কথা ছিল ভূমিকার

Bhumika Chawla: সঞ্জয় লীলা বনসালির বাজিরাও মাস্তানি ছবিতে থাকার কথা ছিল ভূমিকা চাওলার। কিন্তু একটি দুর্ঘটনার কারণে তিনি আর সেই সিনেমাটি করতে পারেননি।

ভূমিকা চাওলা সম্প্রতি তাঁর কেরিয়ারের বিষয়ে একাধিক অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি তিনি জানালেন সঞ্জয় লীলা বনসালির ছবি বাজিরাও মাস্তানিতে তাঁর থাকার কথা ছিল। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হয়নি।

সলমন খানের সঙ্গে তেরে নাম ছবিতে অভিনয় করার পর খ্যাতির আলোয় উঠে আসেন অভিনেত্রী। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। একই বছরে তিনি একটি স্ক্রিন টেস্ট দিতে যান। সেখানেই ভুল করে তাঁর শাড়িতে আগুন ধরে গিয়েছিল বলে জানান অভিনেত্রী।

সঞ্জয় লীলা বনসালি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে, ভাবনা চিন্তা করে বাজিরাও মাস্তানি ছবিটি তৈরি করেন। তিনি এই ছবির ভাবনা সেই হাম দিল দে চুকে সনম ছবির পর থেকেই শুরু করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ২০১৫ সালে এই ছবিটি মুক্তি পায়। এখানে বাজিরাওয়ের চরিত্রে রণবীর সিং, মাস্তানির চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং কাশীবাইয়ের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল।

আরজে সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'আমার বাজিরাও মাস্তানি করার কথা ছিল। আসলে এটা অনেকদিনের পুরনো কথা। বছরের সঙ্গে সঙ্গে তো সিদ্ধান্ত পাল্টে যায়।' এখানেই কথা প্রসঙ্গে তিনি জানান যে কেন তিনি এই ছবিতে কাজ করেননি।

ভূমিকা সেই সাক্ষাৎকারে বলেন, 'তেরে নাম ছবিটা মুক্তি পাওয়ার পরই আমার স্ক্রিন টেস্ট হয়। আমার ফটোশুট হয় স্যারের স্টাইলে। কিন্তু আমার শাড়িতে ঘি আর তেল পড়ে গিয়ে আচমকাই আগুন ধরে গিয়েছিল। আমি একটি সিল্কের শাড়ি পরে হাতে প্রদীপ ধরেছিলাম তখনই সেটা আমার হাত থেকে পড়ে আগুন ধরে যায়।'

তিনি এই সাক্ষাৎকারে জানান কেবল বাজিরাও মাস্তানি নয় আরও একাধিক ছবির অফার প্রথমে তাঁর কাছে এসেছিল। এর মধ্যে তিনি জব উই মেট, মুন্নাভাই, ইত্যাদি ছবির নাম করেন। পরবর্তীকালে সেই ছবিগুলোতে করিনা কাপুর এবং বিদ্যা বালানকে দেখা যায় যথাক্রমে।

ভূমিকাকে এখন সলমন খানের সদ্য মুক্তি পাওয়া ছবি কিসি কা ভাই কিসি কি জান ছবিতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে সেই ছবিতে ভেঙ্কটেশ দাগ্গুবাতি, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, প্রমুখকে দেখা যাচ্ছে। এই ছবিটি ২১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে। শেহনাজ গিল এবং পলক তিওয়ারি এই ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করলেন।

বন্ধ করুন