২০০৭ সালে মুক্তি পাওয়া জব উই মেট ছবিটা আজও দর্শকদের মনে অমলিন হয়ে আছে। এটার কারণ আসলে অনেকগুলোই হতে পারে। প্রথমত গীত ওরফে করিনার চরিত্র, চুলবুলি স্বভাব, দুই আদিত্য ওরফে শাহিদের ঠান্ডা স্বভাব, দুজনের ফাটাফাটি কেমিস্ট্রি, ছবির গল্প থেকে ওঁদের অভিনয়, ছবির গান, ইত্যাদি। এই সব কারণেই বোধহয় ছবিটা তখন দর্শকদের মনে অতটা দাগ কেটেছিল। এবং এখনও বিশেষ পছন্দের তালিকায় রয়ে গিয়েছে। কিন্তু এই ছবিতে আদতে করিনাকে নয়, অন্য কারওকে দেখা যাওয়ার কথা ছিল! সম্প্রতি এমনটাই জানা গেল। এই ছবির অফার আদতে প্রথমে ভূমিকা চাওলা অর্থাৎ তেরে নাম ছবির নায়িকার কাছে গিয়েছিল। তিনি নিজেই এই কথা সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান।
ভূমিকার সঙ্গে কথোপকথনে সিদ্ধার্থ তাঁকে তাঁর কেরিয়ারের দুটো গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানাতে বলেন। উত্তরে অভিনেত্রী বলেন তাঁর কেরিয়ারে একটি ঘটনাই তাঁকে কষ্ট দিয়েছিল। তাঁর কথা অনুযায়ী, 'একটা বারই কষ্ট পেয়েছিলাম যখন জব উই মেট ছবিতে সাইন করার পরও কাজটা হয়নি।' তিনি আরও বলেন, 'এই ছবিতে আমার আর ববির (ববি দেওল) কাজ করার কথা ছিল। ছবির নাম তখন দেওয়া হয়েছিল ট্রেন। এরপর প্রযোজক বদলে গেল। অষ্টবিনায়ক দায়িত্ব নিল। এরপর আমায় আর শাহিদকে নেওয়া হল। তারপর বদলে শাহিদ আর আয়েশা (আয়েশা টাকিয়া) -কে রাখা হল প্রধান চরিত্রে। সব শেষে শাহিদ এবং করিনাকে নেওয়া হয়। কিন্তু ঠিক আছে। আমি এসব জিনিসের থেকে দ্রুত মুভ অন করে যাই।'
তিনি আরও জানান কেবল এই ছবিটাই নয়, মুন্নাভাই লাগে রহো ছবিতেও তিনি সই করেছিলেন কিন্তু সেই কাজটাও হয়নি।
প্রসঙ্গত জব উই মেট আদতে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। যে বছর এই ছবি মুক্তি পেয়েছিল সেই বছর এটা সব থেকে বেশি ব্যবসা করা ছবি ছিল। অন্যদিকে ভূমিকা চাওলাকে সম্প্রতি কিসি কা ভাই কিসি কি জান ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর তিনি আবার সলমনের সঙ্গে কাজ করলেন। সলমনের হাত ধরেই তাঁর বলিউডের পথচলা শুরু হয়েছিল। তেরে নাম ছবির পর তাঁকে দিল নে জিসে আপনা কাহা ছবিতে দেখা গিয়েছিল। অন্যদিকে ২১ বছর পর তিনি এই ছবিতে ভেঙ্কটেশ দাগ্গুবাতির সঙ্গে কাজ করলেন। এর আগে দুজনে ২০০২ সালে একসঙ্গে বসু ছবিতে কাজ করেছিলেন।