বাবার জীবনের অনেক না জানা কথা বায়োপিকের মাধ্যমে তুলে ধরার কথা চিন্তা ভাবনা করেছিলেন বর্তমান টি সিরিজের প্রধান তথা গুলশান কুমার পুত্র ভূষণ কুমার। এই সিনেমা নিয়ে কোনও কিছু আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এই সিনেমায় থাকতে পারেন আমির খান। তবে আপাতত এই সিনেমাটির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে কারণ চিত্রনাট্য পছন্দ হয়নি ভূষন কুমারের মায়ের।
সম্প্রতি এই প্রসঙ্গে ভূষণ কুমার জানিয়েছেন, ‘আমাদের স্ক্রিপ্ট তৈরি ছিল। কিন্তু মা এই স্ক্রিপ্ট পড়ে সন্তুষ্ট হননি। স্বাভাবিকভাবেই তাই আবার এই স্ক্রিপ্ট পাল্টাতে হয়েছে আমাদের। আমরা এখনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। যদিও এই সিনেমাটির ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবুও অনেকেই জানে আমির খান এই সিনেমার একটি বড় অংশ হতে চলেছেন।’
(আরও পড়ুন: কোনও হিট নেই, তবুও ২০২৩-এ ৬১৬ কোটি আয় করে শাহরুখ-টম ক্রুজকে ছাপিয়ে গেলেন কোন অভিনেতা?)
ভূষন কুমার আরও জানিয়েছেন, ‘আমাদের পরিবারের তরফ থেকে স্ক্রিপ্ট নিয়ে একটি আপত্তি ছিল, বিশেষ করে আমার মায়ের তরফ থেকে। আমার মা যে দৃষ্টিকোণ থেকে গল্পটি বলতে চেয়েছিলেন, আমরা অন্য দৃষ্টিকোণ থেকে চিত্রনাট্যটি লিখেছিলাম। তাই পুনরায় চিত্রনাট্য তৈরি করার কাজ করছি আমরা।’
ভূষন বলেন, ‘আমার মা যতক্ষণ না এটি নিয়ে আশ্বস্ত হচ্ছেন, ততক্ষণ আমি বাবাকে নিয়ে সিনেমা তৈরি করতে পারব না। আমার বাবার সম্পর্কে যে ঘটনাগুলি কেউ জানে না, যেগুলি ইন্টারনেটে পাওয়া যায় না, সেই সমস্ত ঘটনাই এই সিনেমার মাধ্যমে তুলে ধরব আমরা। আমার মাও চান, আমার বাবার সম্পর্কে এমন সমস্ত কথা মানুষ জানুক, যা কেউ জানে না।’
(আরও পড়ুন: সৎ বাবার মৃত্যুর পর কাজে ফেরা, মানসিক স্বাস্থ্য নিয়ে কী বার্তা দিলেন মালাইকা?)
প্রসঙ্গত, ১৯৮৩ সালে ভূষণ কুমারের বাবা গুলশান কুমার টি সিরিজ প্রতিষ্ঠা করেছিলেন। আজ হিন্দি সিনেমার জগতে এটি সবথেকে বৃহত্তম সংগীত সংস্থার মধ্যে অন্যতম। ১৯৯৭ সালে মাত্র ৪৬ বছর বয়সে গুলশান কুমার মারা যান গুলিবিদ্ধ হয়ে। ২০০২ সালে গুলশান কুমারকে হত্যার অপরাধী দোষী সাব্যস্ত করা হয় আব্দুল রউফকে।