পর্দায় যেন ভূতেদের মেলা বসেছে। কখনও বড় পর্দায়, কখনও ওয়েব মাধ্যমে.... পরপর খালি ভূতের ছবি, সিরিজের খোঁজ আসছে। এবার পালা হইচইয়ের নতুন হরর কমেডি সিরিজ ভূততেরিকির! এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে। চার পেত্নীর গল্প নিয়ে সাজছে সিরিজের গল্প।
ভূততেরিকি প্রসঙ্গে
বিভিন্ন সময়কালের ভূতেদের কথা নিয়ে আসছে হরর কমেডি জ্যরের সিরিজ ভূততেরিকি। এখানে যেমন পলাশীর যুদ্ধ আমলের ভূত থাকবে, তেমনি থাকবে বিদ্যাসাগরের আমলের। বাদ যাবে না ১৯৭০ এর দশকে মরে গিয়ে ভূত হয়েছে এমন পেত্নীদের কথাও।
কলকাতার এই ভূত বাংলোয় ভূতেদের ভূত হয়ে ওঠার রীতিমত ট্রেনিং দেওয়া হয়েছে তাঁদের। কেবল ভয় নয়, থাকবে ঝরঝরে কমেডির মজাও। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য, সৌনক কুন্ডু, প্রমুখ। সেই ভূত বাংলোয় একটি সিনেমা নির্মাতাদের ছয়জনের দল এসে কীসের সম্মুখীন হয় সেটাই দেখা যাবে সিরিজে। সিরিজটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। পরিচালনায় নবাগত পরিচালক কৌশিক হাফিজি।
১৪ নভেম্বর থেকে শুরু হল সিরিজের শ্যুটিং। ধান্যকুরিয়ায় চলছে সিরিজের কাজ। হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে এই হরর কমেডি ঘরানার সিরিজটি।
প্রসঙ্গত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এবং ক্রিয়েটিভ নির্দেশনার কাজ তালমার রোমিও জুলিয়েট আসছে হইচইতে শীঘ্রই। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে।