বাংলা নিউজ > বায়োস্কোপ > Ismart Jodi: ইসমার্ট জোড়ি'র মঞ্চে বিয়ে সারলেন ‘বাদাম কাকু’ ভুবন,‘ফাজলামি’ আখ্যা দিল নেটপাড়া

Ismart Jodi: ইসমার্ট জোড়ি'র মঞ্চে বিয়ে সারলেন ‘বাদাম কাকু’ ভুবন,‘ফাজলামি’ আখ্যা দিল নেটপাড়া

বাদাম কাকুর বিয়ে

ভালোবেসে স্ত্রীকে ডাকেন আদুরী বলে, ৩০ বছর পর জাতীয় টেলিভিশনে ফের বউয়ের গলায় মালা দিলেন ভুবন বাদ্যকর। 

একটা গানের সুবাদে এখন তাঁর ভুবন জোড়া খ্যাতি। বীরভূমের এক বাদাম বিক্রেতার পরিচিতি এখন দেশের গণ্ডি পার করে বিদেশেও। ভুবন বাদ্যকরকে আপতত দেখা যাচ্ছে স্টার জলসার নতুন শো ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সুপারস্টার জিৎ সঞ্চালিত এই শো'তে অংশ নিচ্ছেন বাদাম কাকু।

এই প্রথম স্বামীর হাত ধরে ক্যামেরার মুখোমুখি ভুবন বাদ্যকরের স্ত্রী। নিজেদের দাম্পত্য জীবনের নানান অজানা কথা জিতের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা। চলতি সপ্তাহে ‘ইসমার্ট জোড়ি’তে বিয়ে স্পেশ্যাল সপ্তাহ। বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকর জিতকে জানান ৩০ বছর আগে গরুর গাড়ি চড়ে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রীর প্রকৃত নাম জানা না গেলেও বউকে ভালোবেসে আদুরী বলে ডাকেন বাদাম কাকু। কিছুটা আক্ষেপের সুরেই তাঁর স্ত্রী জানান বিয়ের সময় সব শখ-আহ্লাদ পূরণ হয়নি তাঁদের। স্বভাবতই আর্থিক স্বচ্ছলতা ছিল না। এবার সেই দায়িত্ব কাঁধে তুলে নেন জিত।

জাতীয় টেলিভিশন টুকটুকে লাল শাড়িতে সেজে হাজির আদুরী দেবী মালা পরান স্বামীর গলায়। বিয়ের সব আচার-অনুষ্ঠান মঞ্চে ফের পালিত হয়। বরের সঙ্গেই ফের বিয়ে সেরে লাজে রাঙা ভুবন-ঘরণী। যদিও সেই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় দু'রকমের প্রতিক্রিয়া চোখে পড়ছে।

এই গ্রাম্য জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একাংশ, তবে অনেকের মতেই ‘এটা এক্সট্রিম লেবেল অফ ফাজলামি’। কেউ আবার বলছেন, ‘সবকিছুর একটা সীমা থাকা দরকার’। অনেকে ভুবন বাদ্যকরকে ‘পুরুষ রানু মণ্ডল’ বলেও কটাক্ষ করেন।
 

 

 

বন্ধ করুন