কালো শিফন শাড়ি, আর খোলামেলা ব্লাউজে আলু পোস্ত রেঁধে সুপার-ভাইরাল হয়েছেন রিম্পি ওরফে স্নেহা কর্মকার। মনে আছে নিশ্চয়? এবার নতুন অবতারে সামনে আসছে ‘আলু পোস্ত গার্ল’। এবার তাঁর সঙ্গী ভাইরাল বাদাম কাকু। হ্যাঁ বীরভূমের ভাইরাল তারকা ভুবন বাদ্যকরের সঙ্গে জুটি বেঁধেছে স্নেহা। দুজনকে খুব শীঘ্রই দেখা যাবে টাইমস বাংলা মিউজিক লেবেলের নতুন মিউজিক ভিডিয়োয়। গানের নাম ‘চু কিত কিত’।
হ্যাঁ, ভুবন বাদ্যকরের নতুন মিউজিক ভিডিয়োর নায়িকা রিম্পি। ‘চু কিত কিত’-এর টিজারে দেখা গেল বাইক চালিয়ে আসছেন বাদাম কাকু। আর গ্ল্যামারাস অবতারে কোমর দোলাচ্ছেন রিম্পি।
এই প্রথম নয়, এর আগেও রিম্পিকে গানের ভিডিয়োয় দেখেছে দর্শক। অনীক ধরের ‘শোভন বৈশাখী’ গানের ভিডিয়োয় দেখা মিলেছেন রিম্পির। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই কন্যে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা দেব-জিতের চেয়েও বেশি।
শাড়ি হোক বা সুইমওয়্যার সবেতেই হিট রিম্পি। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ভাইরাল হয় হু হু করে। কার্ভি ফিগারে হামেশাই ঝড় তোলেন এই বঙ্গ ললনা। এখন বাদাম কাকুর সঙ্গে তাঁর রসায়ন দেখবার অপেক্ষা