তথাগত মুখোপাধ্যায় আর বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন ঠিক কী, তা নিয়ে এই মুহূর্তে জোড়ালো জল্পনা সব জায়গায়। তথাগত ‘ধরি মাছ না ছুঁই পানি’ করে কথা বলছেন, তথাগত-র স্ত্রী দেবলীনা জানিয়েই দিয়েছেন স্বামী নতুন প্রেমে পড়েছে। আর তথাগতর সাথে যে নায়িকার নাম জড়াচ্ছে, মানে বিবৃতি চট্টোপাধ্যায় সে আবার সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন দেবলীনাকে। বেশ ঘেঁটে ঘ হওয়ার মতোই ব্যাপার স্যাপার।
ক'দিন ধরেই বিবৃতির একটা ইনস্টা পোস্ট নিয়ে হইচই। যেখানে কালো শর্ট ড্রেস পরে আছেন নায়িকা। আর তারওপর কোনও পুরুষের জিন্সের শার্ট পরে ফেলেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার হৃদয় চুরি করেছি, এবার চুরি করব তোমার জামা-কাপড়ের আলমারি’। রিল ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘বেশ করেছি প্রেম করেছি’ গান! মানে গোটা ব্যাপারটাই বেশ মাখো মাখো, প্রেম জমে ক্ষীর!
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেবলীনা জানিয়েছেন, শার্টটা নাকি তাঁর বেশ চেনা। তার মানে কি, নাম না করে তথাগত-র দিকেই ইঙ্গিত করে দিলেন অভিনেত্রী? সঙ্গে সেই সংবাদমাধ্যমকে দেবলীনা এটাও জানিয়েছেন, তিনি বিয়েতে খুব খুশি ছিলেন। কিন্তু তথাগতকে স্পেস দেওয়ার জন্য আলাদা হয়ে গিয়েছেন। কোনও কফিশপে আড্ডা তিনি তথাগতর সাথে কখনোই মারবেন না! তবে, কাজের জন্য যোগাযোগ হতেই পারে। আর সঙ্গে তথাগতর পরিচালনাতেও আর কখনও কাজ করবেন না বলেই জানিয়ে দিয়েছেন দেবলীনা।