Bibriti-Tathagata: ‘পরিচালক’-এর সঙ্গে খুনসুটিমাখা ছবি পোস্ট বিবৃতির। তথাগতকে নায়িকার ‘বর’ বলে কটাক্ষ নেটিজেনদের, ফুঁসে উঠলেন বিবৃতি।
1/6মাস কয়েক আগেও তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। বিবৃতির জন্যই নাকি তথাগত-দেবলীনার সুখের সংসারে ভাঙন ধরে, এমনও অভিযোগ ওঠেছে। অভিযোগ-পালটা অভিযোগেরে মাঝেও তথাগত বরাবর বলেছেন, বিবৃতি তাঁর ভালো বন্ধু, সহকর্মী কিন্তু প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6দু-দিন আগে ছিল তথাগতর জন্মদিন। ‘ভটভটি’ পরিচালকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিবৃতি। কিন্তু পরিচালকরে শুভ জন্মদিন জানিয়ে এমনভাবে ট্রোল হতে হবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি অভিনেত্রী।
3/6‘আরে পরিচালক কেন, ও তো তোমার বর’, এমন কটাক্ষ-বাণে বিদ্ধ হন বিবৃতি। তথাগত শুধু ‘পরিচালক’ নন, বরং বিবৃতির জীবনের ঘনিষ্ঠ একজন সেটা মেনে নিতে দোষ কোথায়? প্রশ্ন অনেকের।
4/6বিদ্রুপের কড়া জবাব দিলেন বিবৃতি। তাঁর কথায়, ‘আসলে তথাগত আমার জীবনের সব থেকে বড় সাপোর্টার… আর আমি হলাম ওর চিয়ারলিডার'। জীবনে কোনও ভুল করে ফেললেও তথাগত তাঁর পাশে থাকবে বিশ্বাসী বিবৃতি। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6তথাগতর সঙ্গে সম্পর্ক ভাঙার খবরে কী জবাব বিবৃতির? নায়িকা আনন্দবাজারকে স্পষ্ট বললেন, ‘যে সম্পর্কের কথা বলিনি, সেখানে আবার ব্রেকআপের খবর এলো কোথা থেকে? তবে এইটুকুই বলব তথাগত ওর জীবনে যা ইচ্ছা করতে পারে, তাতে আমি বিচলিত নই’। (ছবি-ইনস্টাগ্রাম)