বাংলা নিউজ > বায়োস্কোপ > Sexual Harassment Case: টলিউড অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের কিশোরী কন্যা! গ্রেফতার অভিযুক্ত

Sexual Harassment Case: টলিউড অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের কিশোরী কন্যা! গ্রেফতার অভিযুক্ত

প্রতীকি ছবি

Sexual Harassment Case in Tollywood: শ্যুটিংয়ের ফাঁকে পরিচালকের নবম শ্রেণির কন্যার সঙ্গে কুকীর্তি অভিনেতা-গায়কের। পরিচালক বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত! 

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার টলিউড অভিনেতা তথা গায়ক মহারাজ বসু। পকসো ধারায় ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিধাননগর থানার পুলিশ। শ্যুটিং-এর ফাঁকেই কুকীর্তি ঘটিয়েছেন অভিযুক্ত, আশ্চর্যের বিষয় হল নির্যাতিতা পরিচালকের কন্যা! গোটা ঘটনায় হইচই ইন্ডাস্ট্রিতে। অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। শর্টফিল্মে অভিনয় করে অভিযুক্ত, একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মজুত রয়েছে মহারাজের গান।

চলতি মাসের ১৯ তারিখ অভিযুক্তর বিরুদ্ধে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিচালক বাবা। নবম শ্রেণির ছাত্রী নির্যাতিতা কিশোরী। সল্টলেকের বাসিন্দা সে। মঙ্গলবার অভিযুক্তকে বাগুইহাটি থেকে গ্রেফতার করে বিধান নগর পুলিশ। তদন্তকারীরা নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পেরেছে একবার নয়, একাধিকবার অভিযুক্ত অভিনেতা-গায়ক মহারাজ বসুর যৌন লালসার শিকার হয়েছে সে। ২০২২ সালে উত্তর চব্বিশ পরগণার একটি এলাকায় শ্যুটিং চলাকালীন সবার প্রথম তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরিবারের কাউকে কিছু না জানানোর জন্য কিশোরীকে ভয় দেখিয়েছিল অভিযুক্ত, এমনটাই জানিয়েছে নির্যাতিতা।

<p>বিধাননগর আদালতে তোলা হল অভিযুক্ত মহারাজ বসুকে </p>

বিধাননগর আদালতে তোলা হল অভিযুক্ত মহারাজ বসুকে 

পরিচালক বাবার ইউনিটে সহায়তা করত সে। তাই অভিযুক্তর বাড়িতেও যাতায়াত ছিল তাঁর। চলতি মাসে পুনরায় ওই অভিনেতা-গায়কের যৌন নির্যাতনের মুখে পরে সে। এরপরই পরিবারকে সবটা খুলে বলে কিশোরী। চুপ না থেকে থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। গোটা বিষয় নিয়ে এখনও সংবাদমাধ্যমে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি অভিযুক্ত বা তাঁর পরিবার। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

 

বন্ধ করুন