বাংলা নিউজ > বায়োস্কোপ > Big Boss 14: ইউনিটের সকলে টাকা পাক, সানন্দে নিজের ফি কমাতে রাজি সলমন

Big Boss 14: ইউনিটের সকলে টাকা পাক, সানন্দে নিজের ফি কমাতে রাজি সলমন

ইউনিটের সবাই যাতে টাকা পায়, সে কারণে আমার ফি কমালে খুশিই হব। বিগ বস ১৪ সম্প্রচারের আগে এই মন্তব্য করেছেন সলমন খান।

ভাইজানের যুক্তি, বিগ বস এলে লোকে আবার কাজ পাবে। সবার বেতনও চালু হয়ে যাবে। ফলে বাড়িতে রেশনও ঢুকতে শুরু করবে।

MUMBAI : কোভিড পরিস্থিতিতে বিগ বস ১৪-এর জন্য কম টাকা পেলেও আপত্তি করবেন না, জানালেন সলমন খান। ইউনিটকে বাঁচাতে তিনি এই প্রস্তাবে সানন্দে রাজি বলেও জানিয়েছেন ভাইজান।

বিগ বস শো হোস্ট করার জন্য আকাশছোঁয়া ফি কমাতে ইচ্ছুক জানিয়ে আয়োজক সংস্থা এনডেমল শাইন ইন্ডিয়া-র সিইও অভিষেক রেগেকে সলমন বলেছেন, ‘ইউনিটের সবাই যাতে টাকা পায়, সে কারণে আমার ফি কমালে খুশিই হব।’

কথায় কথায় সল্লুভাইকে অভিষেক জানান, নিউ নরম্যাল পরিস্থিতিতে যদিও সেটে কম সংখ্যক কর্মী রাখার কথা বলা হয়েছে, কোনও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটেনি তাঁর সংস্থা। পরিবর্তে তাঁদের শিফ্টে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অভিষেক। তাঁর দাবি, কর্মীদের বেতনেও কাটছাঁট  করা হয়নি। 

এ কথা শুনেই সলমন বলেন, ‘আর, আমার বিষয়ে কী ভাবছ? সবাই যাতে টাকা পায়, সে জন্য আমার ফি কমালে খুশিই হব।’

ভাইজানের দাবি, ‘বিগ বস এলে লোকে আবার কাজ পাবে। তাদের বেতনও চালু হয়ে যাবে। তার ফলে ফের বাড়িতে রেশনও ঢুকতে শুরু করবে। আবার বিগ বস করার পিছনে এই হল আমার অন্যতম যুক্তি। যে হারে লোকের চাকরি চলে যাচ্ছে... এখানে বিশাল বড় ইউনিট, তাই সকলেই বেতন পান।’

সম্প্রতি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুকে বিগ বস ১৪-র প্রথম প্রতিযোগী হিসেবে পরিচয় করিয়ে দেন সল্লুভাই। জান বলেন, ‘স্যর জীবনে প্রথম আপনার সামনে এসে প্রচণ্ড নার্ভাস লাগছে। সারাশরীরে কাঁপুনি ধরছে। আমার বাব আপনার সঙ্গে কী কী কাজ করেছেন, তা জানার আগে থেকেই আমি আপনার ফ্যান। আপনার উপস্থিতিতে সবকিছু একটু ঝাপসা দেখছি।’

এ কথার প্রতিক্রিয়ায় শো-তে টিকে থাকার জন্য জান বড়ই নিষ্পাপ বলে মন্তব্য করেন সলমন। সেই কারণে বিগ বস ১৩ বিজেতা সিদ্ধার্থ শুক্লাকে জানের পথপ্রদর্শক হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। 

সিদ্ধার্থ জানকে পরামর্শ দেন, ‘নিজের মতো থাকো, সৎ থাকো। যা তোমার ঠিক মনে হয়, তা সমর্থন কর এবং নিজের বক্তব্য মুক্তকণ্ঠে প্রকাশ কর।’

উদাহরণ হিসেবে সিদ্ধার্থ জানকে এমন এক পরিস্থিতির কথা ভাবতে বলেন, যেখানে শো-তে উপস্থিত কোনও মহিলা প্রতিযোগী তাঁকে তাক করে এক কাপ চা ছুড়ে মারেন। এমন পরিস্থিতি কী ভাবে জানতে চাইলে জান বলেন, ‘আমি এক গরম চায় কা পেয়ালি হো গেয়ে উঠব।’

ঘটনা হল, বিগ বস ১৩ পর্বে স্বয়ং সিদ্ধার্থকে নিশানা করে কাপের চা ছুড়ে মেরেছিলেন আর এক প্রতিযোগী রেশমী দেশাই। জান আরও বলেন, এমন কিছু হলে তিনি সিদ্ধার্থের পথই অবলম্বন করবেন। তাতে সিদ্ধার্থ মনে করিয়ে দেন, ‘তাহলে তুমি নিশ্চই গান গাইবে না, অন্যদের গাওয়াবে।’

আগামী ৩ অক্টোবর রাত ৯টায় কালার্স টিভি চ্যানেলে প্রিমিয়ার প্রচার হবে বিগ বস ১৪ শোয়ের। শনি-রবি ছাড়া সপ্তাহের অন্যান্য দিন রাত ১০.৩০ তে প্রচার হবে এই শো।

উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের পর্বে স্পা, রেস্তোরাঁ, প্রেক্ষাগৃহ ও শপিং মল থাকছে বিগ বস-এর সেটের ভিতরে। সলমনের মতে, ২০২০ সালের জন্য এটাই হল যথাযথ জবাব।

বায়োস্কোপ খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.