বিগ বস ১৭-এর সাম্প্রতিক পর্বে ভিকি জৈনকে সহ-প্রতিযোগী সানা রইসের হাত ধরতে দেখা গিয়েছে। যার ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন অঙ্কিতা লোখান্ডের ভক্তরা।
বিতর্কিত রিয়েলিটি শোটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে ভিকি এবং সানাকে বাগানে বসে আলোচনা করতে দেখা গিয়েছে। কথোপকথনের সময় ভিকির হাত ধরেন সানা যা দেখেই বেজায় চটে গিয়েছেন দর্শকরা।
আরও পড়ুন: মা হলেন ‘তোমায় আমায় মিলে’র কাকলি, গত বছরই দ্বিতীয় বার সাত পাক ঘোরেন তিতাস
ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্কিতার ভক্তরা । সানার সঙ্গে এতো মিলমিশ দেখায় ভিকিকে একের পর এক প্রশ্ন করেছেন নেটিজেনরা।
এক নেটিজেন লিখেছেন, 'ওহ ভাই! অঙ্কিতা কোথায়?' অন্য আরেকজন লিখেছেন 'এটা অদ্ভুত। এছাড়াও এই একই ভিকি, যখন অঙ্কিতা চিন্টুর সাথে একটি কাজের জন্য নাচছিল তখন তার সমস্যা হয়েছিল,'
অঙ্কিতার কিছু ভক্ত ভিকিকে "ঘৃণ্য" বলেও অভিহিত করেছেন। অঙ্কিতার এক ভক্ত যুক্তি দিয়েছিলেন যে বিগ বস ১৭ এর ঘরে ভিকি কখনই অভিনেত্রীকে সান্ত্বনা দেন না।
'তিনি কখনও অঙ্কিতার হাত ধরেননি, এমনকী যখন অঙ্কিতা কাঁদছিলেন তখনও না, ওনার হাতে কি সূচ ফোটানো আছে?' এমনও মন্তব্য করেন এক নেটিজেন।
মজার বিষয় হল, মান্নারা চোপড়া জানিয়েছিলেন যে যে ভিকির প্রতি সানার ক্রশ রয়েছে। তাই এই ভিডিও দেখে অত্যন্ত আপত্তি জানিয়েছেন দর্শকরা।
আরও পড়ুন: ৩৩-এর জন্মদিনে বিশেষ সেলিব্রেশন, এর পরে কোন কোন ছবি নিয়ে আসছেন কার্তিক
অঙ্কিতা লোখান্ডে ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেছিলেন। চলতি বছরের অক্টোবরে দুজনে একসঙ্গে বিগ বস ১৭-এর ঘরে প্রবেশ করেছিলেন। তারা প্রায়শই একে অপরের সঙ্গে তর্ক এবং কুৎসিত বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়।
ভিকির সাথে আচরণ নিয়ে প্রায়শই হতাশা প্রকাশ করেন অঙ্কিতার ভক্তরা । 'উইকেন্ড কা ওয়ার'-এর একটি পর্বে সালমান খান ভিকিকে তার স্ত্রীর সিদ্ধান্তে আধিপত্য বিস্তারের অভিযোগও আনেন।