বাংলা নিউজ > বায়োস্কোপ > ঠিক কী ঘটেছে নিশা আর করণের মধ্যে? মুখ খুললেন ‘বিগ বস’-খ্যাত অভিনেতা গৌরব চোপড়া

ঠিক কী ঘটেছে নিশা আর করণের মধ্যে? মুখ খুললেন ‘বিগ বস’-খ্যাত অভিনেতা গৌরব চোপড়া

নিশা-করণের সমস্যা নিয়ে নিজের মতামত জানালেন গৌরব চোপড়া।

একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে এই দম্পতির! 

অভিনেতা করণ মেহরা ও তাঁর স্ত্রী অভিনেত্রী নিশা রাওয়ালের মধ্যে ঝামেলা থামারই নাম নিচ্ছে না। মঙ্গলবার ১ জুন করণের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ তোলেন নিশা। সেই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতারও করে করণকে। যদিও পরে বেলে ছাড়া পান অভিনেতা। আর তারপরই নিজের স্ত্রী-র বাইপোলার ডিজঅর্ডার আছে বলে দাবি জানান তিনি। যা সাংবাদিকদের সামনে মেনেও নিয়েছেন নিশা। কিন্তু তা বলে নিজেকে পাগল বলে মানতে রাজি নন, জানান অভিনেতার স্ত্রী। স্টারপ্লাসের সুপারহিট শো ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’তে নৈতিক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান করণ। অন্য দিকে ‘রফু চক্কর’, ‘হসতে হসতে’-র মতো ছবিতে কাজ করেছেন নিশা।

এবার নিশা-করণের দাম্পত্য সমস্যা নিয়ে মুখ খুললেন করণ মেহরা ও নিশা রাওয়ালের কমনফ্রেন্ড গৌরব চোপড়া। গৌরব জানান তিনি বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলা সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে আসছেন। বলেন, ‘আমি দু'জনের তরফের বক্তব্যই জানি। ওদের অনেক বুঝিয়েছিও। ভবিষ্যতেও রাজি আছি আমার পক্ষে যতদূর সম্ভব ততদূর সমস্যা মেটানোর চেষ্টা করতে।’

সঙ্গে গৌরব আরও জানান, এই তারকা দম্পতির উচিত সন্তান কাভিশের কথা মাথায় রেখে সাংবাদিকদের সামনে একে-অপরের নামে মন্তব্য করা। গৌরব বলেন, ‘ওঁদের মনে রাখতে হবে একটা ছোট বাচ্চাও জড়িয়ে পড়ছে এই ঝামেলায়। যখন ও বড় হবে, সেই খবরগুলো পড়বে, কী মারাত্মক প্রভাব পড়বে ওর মনে। আমার মনে হয় এটাকে আরও ধৈর্যের সঙ্গে হস্তক্ষেপ করা উচিত দু'জনেরই।’ গৌরব আরও জানান করণ আর নিশার ছেলে কাভিশ তাঁকে ‘পেস্ট্রি চাচু’ বলে ডাকে। যেহেতু তিনি নানা ধরনের পেস্ট্রি নিয়ে যান সেই খুদের জন্য। গৌরবের মত, ‘যদি এক ফোঁটাও সুযোগ থাকে ঝামেলা মিটিয়ে নেওয়ার, আমি ওঁদের সেটা করারই পরামর্শ দেব এই মুহূর্তে। অন্তত এই ছোট্ট মানুষটার কথা মাথায় রেখে ওদের উচিত মাথা ঠান্ডা রাখা।’

বন্ধ করুন