নতুনের আগমনে পুরোনোদের জায়গা ছেড়ে দিতে হয়। এটাই কালের নিয়ম। বিকাল থেকে রাত পর্যন্ত বোকা বাক্সের সামনে হাঁ করে বসে থাকেন সিরিয়াল প্রেমী দর্শকরা। পর্দার চরিত্রগুলো কখন তাঁদের এতটা আপন হয়ে যায়, তা বলা দায়! তাই তো কোনও সিরিয়াল শেষ হলে মন মানতে চায় না। কিন্তু দিনযাপনে এই বদল টেকানো যায় না। ধীরে ধীরে পুরোনোদের জায়গা নিয়ে নেয় নতুনেরা।
খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় বেশকিছু বদল আসছে। শুক্রবার চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে ‘রামপ্রসাদ’ সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১৭ই এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায়, অর্থাৎ 'বালিঝড়'-এর স্লটে দেখা যাবে সব্যসাচী চৌধুরীর কামব্যাক মেগা। এখন প্রশ্ন হল, তাহলে ‘বালিঝড়’ কখন দেখা যাবে? এই দিয়ে দু-রকম খবর শোনা যাচ্ছে। একটা সূত্র বলছে, আধ ঘন্টা এগিয়ে আসবে ঝোড়া-মহার্ঘ্যদের সম্প্রচার সময়। ‘গুড্ডি’র সফর যে শেষ হচ্ছে তা নিশ্চিত, সুতরাং ম্যাজিক মোমেন্টসের একটা মেগা শেষ হলে বিকাল ৫.৩০-এর স্লটেই আসবে ‘বালিঝড়’। যদিও আরেকটা সূত্র বলছে বন্ধ হয়ে যেতে পারে ‘বালিঝড়’ সিরিয়ালটি। হ্যাঁ, মাত্র ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই সিরিয়ালের উপর পাকাপাকিভাবেও নাকি কোপ পড়তে পারে। আসলে টিআরপি-র লড়াইয়ে প্রথম দিকে দীর্ঘ দু-মাসে জায়গা করে নিতে পারেনি তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়ের এই মেগা। চ্যানেল যে মোটেই খুশি নয় পারফরম্যান্সে তা স্পষ্ট।
‘রাম প্রসাদ’-এর স্লট ঘোষণার পর অনেকটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন ‘খড়িদ্ধি’ ভক্তরা। এই যাত্রায় অন্তত ‘গাঁটছড়া’ শেষ হচ্ছে না, ভেবেই সন্তুষ্ট তাঁরা। তবে শোনা যাচ্ছে শীঘ্রই জুটি বেঁধেছে পর্দায় ফিরছেন সৈয়দ আরেফিন এবং দীপান্বিতা রক্ষিত মানে শান্টু গুণ্ডা আর খুকুমণি। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর নতুন মেগায় দেখা যাবে তাঁদের। অনেকেরই ধারণা এই সিরিয়াল এলে শেষ হবে ‘গাঁটছড়া’। এই মেগা খুব তাড়াতাড়ি শেষ হবে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। খড়ি-ঋদ্ধির প্রেমের গল্পের মেয়াদ নাকি মে মাস পর্যন্ত। যদিও এই নিয়ে এখনও কিছুই জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থা। পাশাপাশি জলসার পর্দায় ‘এসভিএফ’-ও নাকি নতুন শো নিয়ে আসছে। সেই মেগায় খুব পরিচিত জুটির দেখা মিলবে তেমনটাই খবর, লুক সেটও নাকি হয়ে গিয়েছে।
আপতত আইপিএলের জেরে ছোটপর্দায় কিছুটা মন্দার বাজার। তাই ‘রামপ্রসাদ’-এর পর এখনই কোনও নতুন মেগা শুরু হবে না। তবে মে মাসের শেষেই আইপিএল শেষ হচ্ছে। ২৯শে মে থেকে ছোট পর্দায় বড়সড় বদল আসতে পারে।