সিদ্ধার্থ শুক্লা ভক্তদের জন্য দুঃখের খবর। হাসপাতালে ভর্তি বিগ বসের এই বহুচর্চিত প্রতিযোগী। সূত্রের খবর এমনটাই। চিকিত্সার প্রযোজনে বিগ বসের মুখ্য ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল সিদ্ধার্থ শুক্লা এবং পারস ছাবড়াকে। ঘরের বাইরে এলেও শো ছেড়ে যেতে রাজি ছিলেন না দুজনেই। তাই সিক্রেট রুমে রাখা হয়েছিল সিদ্ধার্থ-পারসকে।
বৃহস্পতিবারের এপিসোডেই বিগ বসের ঘরে ফিরবেন পারস কিন্তু বার্থ ডে বয় সিদ্ধার্থের এন্ট্রির জন্য আরও একটু অপেক্ষা করতে হবে ফ্যানেদের। হ্যাঁ বৃহস্পতিবার সিদ্ধার্থের ৩৯তম জন্মদিন। তবে এই বছর জন্মদিনটা হাসপাতালের বিছানাতেই কাটাতে হচ্ছে ছোটপর্দার এই হার্টথ্রব নায়ককে।
বলিউড লাইফের খবর অনুযায়ী, হাসপাতালে ভর্তি তারকার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ায় স্যালাইন দেওয়া হচ্ছে, পাশাপাশি রক্তে প্লেটলেট সংখ্যা বাড়ানোর জন্য চলছে ইনজেকশনস। দিন কয়েক আগেই টাইফয়েডে আক্রান্ত হন সিদ্ধার্থ শুক্লা।
গুগলের তথ্য অনুযায়ী ২০১৯-এ ভারতীয় টেলিভিশন তারকাদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছেন সিদ্ধার্থ শুক্লাকে। অন্যদিকে মোস্ট সার্চড সেলিব্রিটি তালিকা নবম স্থানে রয়েছেন বালিকা বধূ খ্যাত এই অভিনেতা।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের জন্য দু’রকমের মেসেজই চোখে পড়ছে। একদিকে ফ্যানেরা যেমন তাদের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, তেমনই বেশ কিছু বিগ বস ভক্ত সিদ্ধার্থের ব্যবহারের কড়া সমালোচনা করেছেন।
চলতি সিজনের সবচেয়ে চর্চিত প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা। অসীম রিয়াজের সঙ্গে তাঁর বন্ধুত্ব হোক বা ঝগড়া, কিংবা রশমি দেশাইয়ের সঙ্গে সিদ্ধার্থের ঝামেলা কিংবা রোম্যান্স-এই বছর বিগ বসের আসল বস হিসাবে সামনে এসেছেন সিদ্ধার্থ। শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের বন্ধুত্ব নজর কেড়েছে দর্শকদের।দ্রুত সুস্থ হয়ে বিগ বসের ঘরে ফিরুক সিদ্ধার্থ, ফ্যানেদের প্রার্থনা এখন এটাই।