Bigg Boss 15: 'দীপিকা রণবীর পাড়ুকোন সিং'! সলমনের মুখে এমন ডাক শুনেই আড়চোখে তাকালেন নায়িকা
১ মিনিটে পড়ুন . Updated: 26 Jan 2022, 08:09 AM IST- দীপিকার নাম বদলে দিলেন সলমন, দেখুন সেই ভিডিয়ো-
চলতি সপ্তাহান্তেই শেষ হচ্ছে বিগ বস সিজন ১৫। চলতিবার বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সেই ঝলক সামনে এল মঙ্গলবার। মাত্র ১০ সেকেন্ডের একটি প্রোমো সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ তা দেখেই বিগ বস ফিনালে নিয়ে উত্তেজনা তুঙ্গে ফ্যানেদের মধ্যে।
কী রয়েছে সেই ছোট্ট প্রোমোতে? সেখানে দেখা গেল সঞ্চালক সলমন স্বাগত জানাচ্ছেন দীপিকা পাড়ুকোনকে। করতালির মধ্যে স্টেজে প্রবেশ করেন দীপিকা। এরপরই সলমন তাঁর পরিচয় দেন, দীপিকা রণবীর পাড়ুকোন সিং বলে। দীপিকার নামের সঙ্গে তাঁর স্বামীর নামও জুড়ে দেন সলমন। যা শুনে হতবাক দীপিকা, আড়চোখে সলমনের দিকে তাকান অভিনেত্রী। হাসতে হাসতে দূরে সরে যান সলমন। উল্লেখ্য, বিয়ের পরে স্বামীর পদবি নিজের নামের সঙ্গে জুড়ে নেননি দীপিকা। নিজের পরিচয়েই সম্পূর্ণা তিনি। ‘গেহরাইয়া’র প্রচারেই বিগ বসের স্টেজে হাজির দীপিকা।
শোনা যাচ্ছে বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে একঝাঁক তারকা অংশ নেবেন। এদিন চলতি সিজনের সমস্ত এলিমিনেটেড প্রতিযোগিরাও হাজির থাকবেন মঞ্চে। এখনও পর্যন্ত বিগ বসের খেতাবি লড়াইয়ে টিকে রয়েছেন শমিতা শেট্টি, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, রাখি সাওয়ান্ত, নিশান্ত ভাট, রশমি দেশাই এবং প্রতীক সহজপাল। সেরা সাতের মধ্যে শমিতা, তেজস্বী এবং করণই ট্রফি জেতবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। অন্তত সোশ্যাল মিডিয়া ট্রেন্ড তেমনই ইঙ্গিত দিচ্ছে।
চলতি মাসের গোড়ার দিকেই শেষ হওয়ার কথা ছিল বিগ বস সিজন ১৫-র। তবে অজানা কোনও কারণেই শো-এর মেয়াদ দু-সপ্তাহ বাড়িয়ে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। অবশেষে যবনিকা পড়বে দেশের সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো-এর মঞ্চে। আপনাদের কী মনে হয়, এইবার কার হাতে উঠবে ট্রফি?