উলটে দেখো পালটে গেছে! এবার এমনটাই ঘটবে বিগ বসের ঘরে। ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়ালিটি শো-এর নতুন সিজনের প্রথম ঝলক নিয়ে হাজির সলমন খান। বিগ বসের আরও এক ব্লকবাস্টার সিজনের সঞ্চালক হিসাবে আমরা দেখব ভাইজানকে। নতুন সিজনে কী চমক থাকবে? সেই ইঙ্গিত বিগ বস সিজন ১৬-র প্রথম প্রোমোয় দিলেন সলমন খান।
প্রোমো জুড়ে ভাইজানের সোয়্যাগ। কোনও ঝাঁ চকচকে বিগ বস হাউস নয়, বরং এক ভাঙাচোরা খন্ডরের মধ্যে পাওয়া গেল সলমনকে। আলো-আঁধারির মধ্যে কালো পোশাকে সলমন খান। স্মৃতির সরণী বেয়ে হাঁটলেন তিনি, একে একে ভেসে উঠল পুরোনো সিজনের ঝলক। দেখা মিলল সিডনাজ, হিনা খান, শিল্পা শিন্দে, তনিষ্ঠা মুখোপাধ্যায়দের।
এরপর ভেসে এল কন্ঠস্বর… ‘১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। সকালবেলাও আকাশে চাঁদ দেখা যাবে, মধ্যাকর্ষণ শক্তি হওয়ায় উড়বে, ঘোড়াও সোজা চাল হাঁটবে, ছায়াও তোমার সঙ্গ দেবে না… সেও খেলবে নতুন খেলা'।
আরও পড়ুন-'সেক্স করেই যৌবন ধরে রেখেছি!' অনিলের টোটকা শুনে হাঁ বরুণ-করণ!
এরপর সলমন যোগ করেন, ‘কারণ এইবার বিগ বস নিজে খেলবেন’। খোলাখুলি সলমন ওয়ার্নিং দিয়ে দিলেন এবার আর দূর থেকে বসে খেলা দেখবেন না বিগ বস, বরং ময়দানে নেমে তিনি বলবেন- ‘খেলা হবে’।
বিগ বস সিজন ১৬ অন এয়ার যাওয়ার কথা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। জন্নত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা এই সিজনের অংশ হতে পারেন বলে চর্চা শোনা যাচ্ছে। টলিউডের তারকা সাংসদ নুসরত জাহানের কাছে নাকি বিগ বসের অংশ হওয়ার অফার রয়েছে বলে খবর।