বাংলা নিউজ > বায়োস্কোপ > বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ? কম ভোট পাওয়ার জন্য নয়, রয়েছে বড় কারণ

বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ? কম ভোট পাওয়ার জন্য নয়, রয়েছে বড় কারণ

বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ খান?

খবর মিলছে চলতি সপ্তাহে সৃজিত আর আবদুর সঙ্গে বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন সাজিদ খানও। বিগ বস খবরির পক্ষ থেকে যা টুইটারে শেয়ার করা হয়েছে। দেখুন বিস্তারে-

বিগ বস ১৬-র সবচেয়ে চর্চিত সদস্য ছিলেন সাজিদ খান। এক তো সাজিদের বিগ বসের এন্ট্রিই অবিশ্বাস্য ঠেকেছিল দর্শকদের কাছে। কেউ বিশ্বাসই করতে পারেননি বলিউডের খ্যাতনামা পরিচালক-হোস্ট বিগ বসের ঘরে আসতে পারেন। বিশেষ করে এমন একজন যার নামে একাধিক মহিলা এনেছে মিটু-র অভিযোগ। সেইসময় অনেকেই বিগ বস নির্মাতাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। আপাতত খবর বলছে, বিগ বসের ঘর থেকে জলদি বেরিয়ে যাবেন সাজিদ।

তারপর বিগ বসের ঘরেও সাজিদের কর্মকাণ্ড অনেকের আপত্তির কারণ হয়েছিল। তা সে শো-র দুই জনপ্রিয় সদস্য সম্বুল আর প্রিয়াঙ্কাকে সবসময় খোঁটা দেওয়া হোক, বা আব্দুর নিমরিতের প্রতি তৈরি হওয়া ভালোলাগা নিয়ে অত্যাধিক চর্চা। কেউ কেউ তো সাজিদকে ‘বিগ বূসের ঘরের জামাই’ বলেও ডাকতে শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কারণ এক তো তিনি কোনও টাস্কে অংশ নিতেন না আর সঙ্গে সারাক্ষণ বসে করতেন টোন টিটকিরি। নেট-নাগরিকদের দাবি ছিল বিগ বসও সাজিদকে একটু বেশিই তোয়াজ করে চলেন!

সে যাই হোক, শনিবার বিগ বস খবরির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। যাতে দাবি করা হয়েছে যে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবেন সাজিদ। কম ভোট পাওয়ার কারণে নয়, বরং ‘মিনিমাম গ্যারান্টি’ শেষ সাজিদের। বিগ বসের সঙ্গে এইটুকু সময়ের জন্যই চুক্তিতে বদ্ধ হয়েছিলেন হিম্মতওয়ালা পরিচালক। সঙ্গে এপ্রিল থেকে সাজিদের নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা। তাই বিগ বসের এক্সটেন্ডেন্ট পার্টের অংশ হতে রাজি নন ফারহা খানের ভাই।

এই একই কারণ, প্রি-ওয়ার্ক কমিটমেন্টের খাতিরে বিগ বসের ঘরকে বিদায় জানিয়েছেন আবদু রোজিকও। তারপরই সাজিদের টা টা বাই বাই বলা নিসন্দেহে ছাপ ফেলবে ঘরের অন্দরের রসায়নে। তবে খবরির দেওয়া খবর আদৌ কতটা সত্যি তা অবশ্য সময়ই বলবে! আপাতত একমাস বাকি আছে গ্র্যান্ড ফাইনালের। আপাতত ঘরে সাজিদ-আবদু ছাড়াও রয়েছেন টিনা দত্ত, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, সৌন্দর্য শর্মা, শিব ঠাকরে, সুম্বুল টকির খান, নিমরিত কৌর অহলুওয়ালিয়া, এমসি স্ট্যান, অর্চনা গৌতমরা। চলতি সপ্তাহেই ভোট আউট হয়েছেন সৃজিতা দে।

 

বন্ধ করুন