বিগ বস ১৬-এর ফাইনালিস্ট শালিন ভানোট বিগ বসের ঘর থেকে বেরিয়েই খবর পেয়েছেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। ছয় বছর বিবাহিত সম্পর্কে থাকার পর দলজিৎ অভিযোগ করেন শালিনের নামে গার্হস্থ্য হিংসের। এবং খুব বাজে ভাবেই বিচ্ছেদ হয় দুজনের। সম্প্রতি টিভি অভিনেত্রী দলজিৎ জানিয়েছেন মার্চে বিয়ে করে আফ্রিকায় চলে যাবেন তিনি।
গত মাসে দলজিৎ নেপালের ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেছিলেন। বিয়ের পর তিনি কেনিয়ায় চলে যাবেন। সঙ্গে থাকবে ছেলে জেডান। তবে সাক্ষাৎকারে দলজিৎ নিশ্চিত করেছেন যে জেডানকে তার বাবা শালিনের সঙ্গে দেখা করতে অবশ্যই নিয়ে আসবেন ভারতে।
দলজিতের আসন্ন বিয়ে সম্পর্কে জানতে চাইলে শালিন ই-টাইমসকে বলেন, ‘আমি কিছুই জানি না। সুতরাং, আমি এটি সম্পর্কে মন্তব্য করতে পারব না। আমি সবেমাত্র বেরিয়েছি। সালমান খান স্যার উইকএন্ডের একটি এপিসোডে যে বাক্যটি বলেছিলেন সেটি ছাড়া এটা আমার কাছেও খবর। আমি শুধু বলতে চাই ঈশ্বর ওদের মঙ্গল করুক।’
২০০৬ সালের টিভি শো ‘কুলবধু’-তে কাজ করার সময় প্রথম দেখা হয়েছিল শালিন আর দলজিতের। তিন বছর পর ২০০৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। পারিবারিক হিংসের অভিযোগ তুলে ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন দলজিৎ। সেই সময় তাঁদের সন্তানের বয়স ছিল মাত্র ১ বছর।
তবে শালিনের বিগ বস জার্নিতে সবসময় সমর্থন জানিয়ে গিয়েছিলেন দলজিৎ। এমনকী, ভোট দেওয়ার জন্য পোস্টও করতেন ইনস্টাগ্রামে। বলে রাখা ভালো ২০১৯ সালে সলমন খানের হোস্ট করা শো বিগ বসে অংশগ্রহণ করেছিলেন দলজিৎ নিজেও।
২০০৯ সালে ডান্স রিয়েলিটি শো নাচ বলিয়ে জিতেছিলেন শালিন আর দলজিৎ। টিভি অভিনেত্রীকে এর আগে ‘ইস প্যয়ার কো কেয়া নাম দু’, ‘কালা টিকা’ এবং ‘শ্বশুরাল গেন্ডা ফুল ২’-এর মতো শোতে অভিনয় করেছেন।