বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16: 'সেরা পরিচালক হতে পারো, বিগ বস থেকে বের করার অধিকার নেই', সাজিদকে তিরস্কার সলমনের

Bigg Boss 16: 'সেরা পরিচালক হতে পারো, বিগ বস থেকে বের করার অধিকার নেই', সাজিদকে তিরস্কার সলমনের

সাজিদের উপর ফের একবার চটলেন সলমন

Bigg Boss 16: সাজিদের আচরণে ক্ষুব্ধ হোস্ট সলমন, পরিচালকে রীতিমতো তিরস্কার করেছেন ‘উইকেন্ড কা বার’ পর্বে। কী ঘটেছিল?

বিগ বস ১৬-এর ঘরে শুরু থেকেই বিতর্কিত নাম পরিচালক সাজিদ খান। তাঁকে নিয়ে সহ প্রতিযোগীরা খুব একটা সন্তুষ্ট নয়। ঘরের মধ্যে একাধিক সহ প্রতিযোগীর সঙ্গে ইতিমধ্যেই বাগবিতণ্ডায় জড়িয়েছেন পরিচালক। সাজিদের আচরণে ক্ষুব্ধ হোস্ট সলমন, পরিচালকে রীতিমতো তিরস্কার করেছেন ‘উইকেন্ড কা বার’ পর্বে।

সম্প্রতি বাগবিতণ্ডায় জড়ান অর্চনা এবং সাজিদ। ঝামেলা এতদূর পর্যন্ত গড়ায়, তাঁরা একে অপরের বাবা-মা তুলে গালাগালি করতে শুরু করেন। তাঁদের ঝামেলা নিয়ে শনিবার সলমন আলোচনা প্রসঙ্গ তুলতেই অর্চনা জানিয়েছেন, বিগ বসের ঘর থেকে তাঁকে বাইরে বের করে দেওয়ার ক্ষমতা রাখেন সাজিদ এমনই হুমকি দিয়েছেন পরিচালক। অর্চনা বলেছেন, 'ওঁ আমাকে বলেছিলেন, 'আমি তোমাকে বিগ বস থেকে সরিয়ে দিতে পারি, আমি একজন বড় পরিচালক।' আমি কি ভুল করেছি?'

এই ধরণের বক্তব্য শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন সলমন খান। অর্চনাকে তিনি সাফ জানিয়েছেন, এই শো থেকে তাঁকে বের করে দেওয়ার অধিকার সাজিদের নেই। হোস্টে বলেছেন, ‘তুমি একজন দুর্দান্ত পরিচালক হতে পারো। কিন্তু বিগ বস চালাতে পারবে না তুমি। অর্চনাকে কেউ সরাতে করতে পারবে না। তুমি এটা করতে পারো না এবং বিগ বসও করতে পারে না। শুধুমাত্র দর্শকরা সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা ওঁকে রাখতে চান, নাকি সরিয়ে দিতে চান।’

আরও পড়ুন: রাস্তায় তুমুল নাচ, বান্ধবীদের সঙ্গে গ্রীসে চুটিয়ে ব্যাচেলরেট পার্টি হনসিকার

তিনি আরও যোগ করেছেন, ‘সাজিদ সবসময় মনে করেন যে তিনিই ঠিক। কিন্তু সব সময় তেমনটা নয়। তাঁর বন্ধুদের এবং অন্যদের তাঁকে বলা উচিত তিনি সব সময় ঠিক নন।’ এরপরই সাজিদ এবং অর্চনা পরস্পরকে আলিঙ্গন করে ক্ষমতা চাইতে বলেন সলমন। দুই প্রতিযোগীও তাই করেছেন।

বিগ বসের ঘরে এই প্রথম নয় এর আগেই সলমনের হাতে তিরস্কার হয়েছেন সাজিদ। ঘরের মধ্য়ে সাজিদ খানের কাজকর্ম নিয়ে তুলোধনা করেছিলেন হোস্ট। সলমন খান প্রশ্ন করেন, ‘ঘরে থেকে তুমি কী করছ সাজিদ?’ পালটা সাজিদ বলেন, ‘সময় আসুক আমার চাল দেব তখন।’ 

এরপরই হোস্টের মন্তব্য ছিল , ‘এখানে সময় পাওয়া যায় না। বেরিয়ে যাওয়ার মতো কারণ তুমি নিজেই দিচ্ছ। তোমাকে অসাধু মনে হচ্ছে। কখনও কখনও কারও পাশে দাঁড়াচ্ছো, পরে আবার পিছিয়ে যাচ্ছো। এটাকে ডবল স্ট্যান্ডার্ড বলে।’ সলমনের সব অভিযোগ চুপ করে শোনেন সাজিদ, তাঁর মুখে মিথ্যে হাসি ধরে রেখেছিলেন।

 

 

বন্ধ করুন