দেশ জুড়ে 'হিপ হপ' সংস্কৃতি ছড়াচ্ছেন, যুব সমাজকে নষ্ট করছেন। এমনই অভিযোগ বজরং দলের তোপের মুখে পড়লেন বিগ বস-১৬ জয়ী র্যাপার এমসি স্ট্যান। বজরং দলের হুমকির মুখে বাতির হল বিগ বস জয়ী এমসি স্ট্যানের শো। তাঁর বদলে মঞ্চে উঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন বজরং দলের সদস্যরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
ভিডিয়োতে বজরং দলের সদস্যদের রীতিমত হুমকি দিতে দেখা যাচ্ছে র্যাপার এমসি স্ট্যান। বলতে শোনা যাচ্ছে, 'গানের মাধ্যমে যেখানে গালিগালাজ করবেন, সেখানেই গিয়ে মেরে আসব, ওকে বলুন সাহস থাকে এখানে আসতে।' র্যাপার এমসি স্ট্যান কোন হোটেে উঠেছেন সেই খোঁজ করতেও দেখা যায় বজরং দলের সদস্যকে। ঘটনাটি ইন্দোরের। বিগ বস-১৬তে জয়ী হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে দেখা যাচ্ছে র্যাপার এমসি স্ট্যানকে। তাঁর কনসার্টের নাম রাখা হয়েছে 'বস্তি কা হস্তি'। হায়দরাবাদ, পুণে, মুম্বইতে ইতিমধ্যেই শো করেছেন র্যাপার। ১৬ মার্চ ইন্দোরে হওয়ার কথা ছিল তাঁর শো। সেখানে তাঁর শোয়ের আগেই যত গোলযোগ তৈরি হয়। বজরং দলের হুমকির পর শো ছেড়ে গাড়ি করে বের হয়ে যেতেও দেখা যায় র্যাপার এমসি স্ট্যানকে।
আরও পড়ুন-পিতৃতন্ত্রের গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক
এদিকে আজ ১৮ মার্চ, নাগপুরে কনসার্ট রয়েছে এমসি স্ট্যানের। এরপর ৭ মে দিল্লিতে অনুষ্ঠান করবেন তিনি। শো রয়েছে জয়পুর, কলকাতা, আহমেদাবাদেও। তবে তারই মাঝে বজরং দলের এই হুমকি ভিডিয়ো সামনে আসায় উদ্বিগ্ন এমসি স্ট্যানের অনুরাগীরা।
আরও পড়ুন-'অন্যকে শুভেচ্ছা না জানিয়ে নিজের ছবিতে মন দিন', অনুরাগীদের তোপের মুখে জিৎ
নেটপাড়ার কেউ কেউ ইন্দোরের ঘটনায় অভিযুক্ত বজরং দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। কারোর কারোর কথায় এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। কেউ কেউ বজরং দলের সদস্যদের অশিক্ষিত বলেও আক্রমণ করেছেন।