যত দিন যাচ্ছে, ততই নতুন করে সামনে আসছে অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈনের সম্পর্কের নানান রসায়ন। Bigg Boss-এর দৌলতে এটা ফাঁস হয়েছে যে অঙ্কিতা-ভিকির সম্পর্ক দেখে যতটা প্রেমে গদগদ মনে হয়েছিল, তেমনটা এক্কেবারেই নয়। আর নিয়মিত দেখতে দেখতে ভিকি-অঙ্কিতার তর্কবিতর্কে অভ্যস্ত হয়ে গিয়েছে 'বিগ বস'-এর দর্শক। সে তো নাহয় হল, তবে সকলকে চমকে দিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে একী ফাঁস করলেন অঙ্কিতা!
অঙ্কিতা লোখান্ডে জানিয়েছেন, বিয়ের আগে ১ বছরের জন্য তাঁকে নাকি ত্যাগ করেছিলেন ভিকি জৈন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই জানিয়েছেন অঙ্কিতা। তিনি জানিয়েছেন, ‘বিয়ের আগে ভিকি আমায় ছেড়ে ১ বছরের জন্য আলাদা হয়ে গিয়েছিল। তারপর একবছর পর যখন ভিকি ফের আমার কাছে ফিরল, তখন আমরা নিশ্চিত ছিলাম, যে আমরা এই বিয়ে করব। আর ভিকি আমার ভুলের জন্যই ছেড়ে গিয়েছিল। আমি বা ভিকি কেউই কাউকে প্রোপোজ করিনি, এক্কেবারে বিয়ের প্রস্তাব এসেছিল।’
আরও পড়ুন-ফেব্রুয়ারি থেকেই রামায়ণের রাম হয়ে শ্যুটিং করবেন রণবীর, শ্রীলঙ্কায় যাবেন 'রাবণ' যশ
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে অঙ্কিতা লোখান্ডে ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেন। চলতি বছরের অক্টোবরে দুজনে একসঙ্গে বিগ বস 17-এর ঘরে প্রবেশ করেন। যদিও সেখানে তাঁদের প্রায়শই একে অপরের সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়াতে এমনকি কুৎসিত শব্দ ব্যবহার করতেও দেখা গিয়েছে।
সম্প্রতি, অঙ্কিতার সঙ্গে তাঁর বিয়ে শুধুই একটা ‘বিনিয়োগ’, সম্প্রতি এমনই মন্তব্য করে বসেছিলেন ভিকি। যদিও ভিকির এমন কথাকে অত্যন্ত মূর্খের মতো মন্তব্য় বলেই মনে করেন অঙ্কিতা। নিজের মন্তব্যের সাফাই দিতে ভিকি বলেন, ‘আমি আমার কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিতে চাই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি, যা আয় করি, সবই আমার পরিশ্রম, এটা ভাগ্য নয়।'
এদিকে আবার Bigg Boss-এর আরও এক পর্বে অঙ্কিতাকে ভিকির জন্য রান্না করতে দেখা গিয়েছিল। অঙ্কিতা ভিকিকে বলেন যে তিনি তাঁর জন্য ভালবাসার জন্য রান্না করেছেন, তখন ভিকি সাফ জানিয়ে দেন যে তাঁদের সম্পর্কে প্রেম ‘অনুপস্থিত’। এরপর তিনি ভিকে স্ত্রীকে তাঁর সঙ্গে কথা না বলার পরামর্শ দেন।