অক্টোবরের শুরু থেকে টেলিকাস্ট হচ্ছে সলমন খানের জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন শো ‘বিগ বস’। বিগ বস ১৭-এর প্রথম দিনগুলিতে টিভির পুত্রবধূ এবং অভিনেত্রীর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বোনের মধ্যে বেশ বন্ধুত্ব দেখা গিয়েছিল। কিন্তু শোয়ের দ্বিতীয় সপ্তাহে তাদের মধ্যে প্রচুর বাগবিতণ্ডা হয়। হ্যাঁ, আমরা অঙ্কিতা লোখান্ডে এবং মান্নারা চোপড়ার কথা বলছি।
অঙ্কিতা 'বেবি-বাচ্চি' বলতেই রেগে গেলেন মান্নারা চোপড়া!
সাম্প্রতিক পর্বে অঙ্কিতা কিছু কথা বলতে ব্রেইন হাউসে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মান্নারার দিকে তাকিয়ে বাড়ির অন্য সদস্যদের সম্বোধন করে বলেন, ‘আমি আন্তরিকভাবে বলছি, ও (মান্নারা) একটা বাচ্চা তাই অনুগ্রহ করে ওকে বোঝান’। মান্নারা অঙ্কিতাকে ‘বাচ্চি’ বলে অভিহিত করায় তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং জবাব দেন, ‘আপনি অবশ্যই বুড়ো হবেন কিন্তু আমি বাচ্চা নই... আমরা বাচ্চা নই, আমি ওর চেয়ে বেশি সিনেমা করেছি’। আরও পড়ুন: আবার এক ফ্রেমে মাধুরী আর সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’ ফিরছে? সবার এটাই প্রশ্ন
রেগে গিয়ে অঙ্কিতাকে গালিও দেন মান্নারা!
বিগ বসের ঘরে অঙ্কিতাকে বাচ্চা বলায় মান্নারা চোপড়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আরও বলেন, আমি মোটেও বাচ্চা নই, আপনি নিজেকে কী মনে করেন, আমি অবশ্যই আপনার চেয়ে বেশি সিনেমা করেছি। আর আমি তোমার মত স্বামীকে নিয়ে এই বাড়িতে আসিনি এবং আমি বাচ্চাও নই। অঙ্কিতার উপর রেগে গিয়ে মান্নারা অভিনেত্রীকে গালিগালাজ করেন। মুনাব্বর অবিলম্বে তাঁকে এমন শব্দ ব্যবহার করার থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তারপরও মান্নারা রাগ কমেনি।
মান্নারা চোপড়া অঙ্কিতাকে আরও বলেন, ‘তুমি খুব প্রভাবশালী এবং চালাক। তুমি কোনও কাজ জানো না’। এরপরে অঙ্কিতাও উপর রেগে গিয়ে মান্নারাকে বোকা বলেন। দুই অভিনেত্রীর লড়াইয়ের জেরে ঘরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।