মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে বিগ বস ১৭। এর মধ্যেই দর্শকদের নজর কেড়েছে এই রিয়েলিটি শো। এবারের এই শোয়ের অন্যতম জনপ্রিয় দুই প্রতিযোগী হলেন মুনওয়ার ফারুকি এবং মানারা চোপড়া। তাঁদের মধ্যে যে রসায়ন তৈরি হয়েছে সেটা এর মধ্যেই সবার নজর কেড়েছে। তাঁদের এই রসায়ন যে কেবল দর্শকদের নজরে পড়েছে এমনটা নয়, বিগ বস হাউজের অন্যান্য প্রতিযোগীদের নজরেও পড়েছে এই রোম্যান্টিক কেমিস্ট্রি।
এদিন সলমন খান যে কেবল ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডের বিষয়ে কথা বলেন, সাবধান করেন সেটা নয়, তিনি একই সঙ্গে এদিন মুনওয়ারকে বুদ্ধি দেন।
এদিন বিগ বস হাউজের সদস্যরা যখন মুনওয়ার এবং মানারার সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন তখন সলমন তাঁদের কথার মাঝে ঢুকে তাঁদের বলেন তাঁরা যেন এই দুজনকে তাঁদের সম্পর্কের বিষয়ে সোজাসুজি প্রশ্ন করেন। এরপর তিনি মুনওয়ারকে বলেন, 'ভাই তুই কিন্তু গলে যাচ্ছিস। সামলে থাক।' উত্তরে তিনি বলেন, 'আমি তো আগেই বলেছি আমি ওর প্রতি একটু বেশিই কেয়ারিং।' এরপর সলমন আবারও বলেন, 'হ্যাঁ সে দেখতেই পাচ্ছি। তুই খানিকটা বোকাও। তুই একদিকে যেমন গলে যাচ্ছিস তেমন আজকাল একটু বেশিই জ্ঞান দিচ্ছিস।'
সলমন মুনওয়ারকে এই কথাগুলো বলার পর সেই এক জিনিস নিয়ে এই স্ট্যান্ড আপ কমেডিয়ান আবার মানারার সঙ্গে কথা বলেন। তখন প্রিয়াঙ্কা চোপড়ার বোন উত্তরে বলেন যে তিনি চেষ্টা করছেন দূরে থাকার। এরপর ভিকি জৈন, নীল ভাট, অভিষেক কুমারকেও মুনওয়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিষয় নিয়ে।
অন্যদিকে মানারা চোপড়ার সঙ্গে কথা বলেন অঙ্কিতা লোখান্ডে এবং খানজাদি। তাঁদের কী মত এই বিষয়ে সেটাও স্পষ্ট করেন। খানজাদি বলেন অঙ্কিতা নাকি মুনওয়ার এবং মানারার সম্পর্কে জিজ্ঞেস করেছেন। অন্যদিকে অঙ্কিতা জানান খানজাদির জন্য তিনি এই বিষয়ে কথা বলেছেন। নইলে এসবে তাঁর আগ্রহ নেই।
ফলে বোঝাই যাচ্ছে আগামী উইকেন্ড কা ভার এপিসোডে জোরদার ধামাকা হতে চলেছে। বিগ বস প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ১০টা নাগাদ সম্প্রচারিত হয় কালার্স টিভিতে। অন্যদিকে শনি এবং রবিবার এটি রাত ৯টা থেকে সম্প্রচারিত হয়।