বিগ বস ১৭ এর বিজয়ী মুনাওয়ার ফারুকি আবারও গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন। মাসখানেক আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। এক মাস কাটতে না কাটতেই পুনরায় তাঁকে ভর্তি হতে হল। এই স্ট্যান্ড আপ কমেদিয়ানের স্বাস্থ্যের অবনতি হওয়াতেই এদিন তাঁকে পুনরায় ভর্তি করা হয় হাসপাতালে।
হাসপাতালে ভর্তি মুনাওয়ার
স্বাস্থ্যের অবনতি হলে তড়িঘড়ি ২৪ মে, শুক্রবার হাসপাতালে ভর্তি করানো হয় মুনাওয়ার ফারুকিকে। এরপর তাঁর এক বন্ধু এই খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সেখান থেকেই বিগ বস ১৭ খ্যাত এই অভিনেতার বিষয়ে জানতে পারেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: বাংলার মেয়ে হয়েও বলিউড কাঁপাচ্ছেন অদ্রিজা, একটার পর একটা মেগায় সুযোগ! বললেন, 'আমি ভীষণ খুশি'
এদিন মুনাওয়ারের এক ঘনিষ্ট বন্ধু তবে স্বাস্থ্যের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন। তিনিই এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মুনাওয়ার। তাঁর হাতে চ্যানেল করা। এই ছবিটি পোস্ট করে সেই ব্যক্তি লেখেন, 'আমার ভাই যেন ভালো থাকে। শক্ত থাকে। এই কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো মুনাওয়ার।'
আরও পড়ুন: ভূস্বর্গে রোম্যান্টিক নয়, বরং বলিউডি মুডে রাতুল - রূপাঞ্জনা, ছেলেকে সঙ্গে নিয়ে নাচলেন কোন গানে?
এই বিষয়ে বলে রাখা ভালো অসুস্থ হওয়ার আগে পুনের একটি ঘটনার প্রতিক্রিয়া দিয়েছিলেন মুনাওয়ার। তিনি শায়েরির মাধ্যমে গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন। কী হয়েছিল? এক নাবালক পর্সে চালিয়ে দুর্ঘটনা ঘটায়। কিন্তু জুভেনাইল কোর্ট তাঁকে ছেড়ে দেয়। এই ঘটনার বিরোধিতা করেন মুনাওয়ার। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।