বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রাণনাশের হুমকি, দিল্লি থেকে তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন মুনাওয়ার ফারুকি

প্রাণনাশের হুমকি, দিল্লি থেকে তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন মুনাওয়ার ফারুকি

প্রাণমাশের হুমকি, দিল্লি থেকে মুম্বই ফিরল মুনাওয়ার।

মুনাওয়ার ফারুকি এবং ইউটিউবার এলভিশ যাদব এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৪-এ অংশগ্রহণ করছিলেন এবং একই হোটেলে অবস্থান করছিলেন। তবে সেখানেই হুমকি পেয়ে ফিরতে হল মুম্বইতে। 

রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির আইজিআই ইনডোর স্টেডিয়াম এবং সূর্যা হোটেলে ছিল হাই ভোল্টেজ ড্রামা। কারণ দিল্লি পুলিশের গোয়েন্দা দফতরের কাছে খবর আসে, স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এরপরই দিল্লি থেকে মুম্বইতে রওয়ানা দেন এই কমেডিয়ান। 

মুনাওয়ার ফারুকি এবং ইউটিউবার এলভিশ যাদব এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৪-এ অংশগ্রহণ করছিলেন এবং একই হোটেলে অবস্থান করছিলেন, বলে জানায় এক সূত্র। শনিবার রাতে পুলিশ সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি ইঙ্গিত পেয়েছিল যখন তারা গ্রেটার কৈলাস-১-এ গুলির ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন, যেখানে ব্যবসায়ী নাদির শাহ খুন হন। 

জিজ্ঞাসাবাদের সময়, সন্দেহভাজনরা প্রকাশ করে যে, একটি টার্গেটকে মার্ডার করার জন্য তাঁদের দ্য সূর্যা-তে হামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা এসে রেইকি-ও করে যান দু-তিনবার। কিন্তু টার্গেট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর তাঁদেরকে বলা হয় সেই ব্যবসায়ীকে খুন করতে। দিল্লি পুলিশ তদন্ত করে দেখছে, নাদির শাহ-ই টার্গেট ছিল কি না! তিনি হোটেল সূর্যতে নিয়মিত আসতেন কি না! 

পুলিশ যখন এই তথ্য পায়, তারা দ্য সূর্যা হোটেল এবং IGI ইনডোর স্টেডিয়াম উভয় জায়গাই সুরক্ষার বলয়ে মুড়ে দেন। স্টেডিয়ামে হরিয়ানভি হান্টার্স এবং মুম্বই ডিসরাপ্টরদের মধ্যে একটি ক্রিকেট লিগ ম্যাচ নির্ধারিত হওয়ার কথা ছিল। 

আইজিআই ইনডোর স্টেডিয়ামে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন পুলিশ খেলা দেখতে আসা দর্শকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখা যায়, পুলিশ পুরো স্টেডিয়াম খালি করে দেয়। পুলিশের একটি দল যায় সূর্য হোটেলেও। হোটেলের কর্মীরা পুলিশকে জানান, মুনাওয়ার ফারুকি ছিলেন দোতলায়। হোটেল জুড়ে মোতায়েন করা হয়েছিল সাদা পোশাকের পুলিশ। 

পরিস্থিতির অবনতি হলে পুলিশ কর্মকর্তারা মুনাওয়ারকে অনুরোধ করেন, হুমকির ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখতে। শেষ পর্যন্ত তিনি দিল্লি ত্যাগ করতে রাজি হন তড়িঘড়ি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.