আর মাত্র একটা দিনের অপেক্ষা, ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ১৮’। আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরছেন সলমন খান। এই সিজনের নাম 'টাইম কা তান্ডব'। এবার শোয়ের থিমেও রয়েছে উত্তেজনা। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই রিয়েলিটি শো তার ১৮ তম সিজন নিয়ে আসছে। রাত ৯ টা থেকে কালারস-এ শুরু হবে এর সম্প্রচার। এছাড়াও জিও সিনেমাতে অনলাইনে আপনার সময় মতো এই শো দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হল এবার এই শোয়ের প্রতিযোগী কারা? সেখানেও রয়েছে চমক, রইল তালিকা।
‘খতর কে খিলাড়ি ১৪’-এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন রোহিত শেট্টি বিগ বস ১৮-এর প্রথম প্রতিযোগী হিসাবে নিয়া শর্মার নাম প্রকাশ করেছিলেন।
এছাড়াও দেখা যাবে ধীরাজকে। তিনিও টেলিভিশনের খুব পরিচিত মুখ। বিভিন্ন সিরিয়ালে তাঁর নানা ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য তিনি যথেষ্ট প্রশংসাও পেয়েছেন। হিট মেগা ‘কুন্ডলি ভাগ্য’-এ অভিনেতাকে 'করণ লুথরা'-এর চরিত্রে দেখা গিয়েছিল। ধীরাজ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ শো দিয়ে। তারপর থেকে তিনি ‘শ্বাশুরাল সিমার কা’ সহ বেশ কয়েকটি সফল মেগাতে কাজ করেছেন। তাঁর অভিনয় দক্ষতা এবং পর্দায় তাঁর আকর্ষণীয় উপস্থিতির জন্য তিনি যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন।
শেহেজাদা ধামীও থাকবেন। ‘ইয়ে জাদু হ্যায় জিন কা!’ ‘ছোট সার্দারনি’, ‘শুভ সগুন’ এবং ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর মতো মেগায় কাজ করেছেন তিনি।
নীরা বন্দোপাধ্যায় অতিপ্রাকৃত থিমের মেগা ‘দিব্যা দৃষ্টি’তে হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাছাড়াও নীরা রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খতর কে খিলাড়ি ১৩’- এ অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ‘পুজো মোটামুটি একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা
সমীরা রেড্ডি ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কি এএজি’ ছবির হাত ধরে বিনোদন জগতে পা রাখেন। ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ট্যাক্সি নং ২৪’ এবং ‘নরসিংহ’-এর মতো ছবিতে কাজ করেছেন। অভিনয় ছাড়াও সমীরা তাঁর সৌন্দর্য এবং ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত।
শিল্পা শিরোদকার ১৯৯০ সালে বিনোদন জগতে পা রাখেন। ৯০-এর দশকে ‘ক্ষত্রিয়, খামোশি: দ্য মিউজিক্যাল’ এবং ‘ঘর এক মন্দির’ সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
করণ বীর মেহেরা সনি এসএবি টিভির ‘বিবি অর ম্যানে’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাছাড়াও ‘রাগিনী এমএমএস ২’, ‘মেরে বাবা কি মারুতি’, ‘ব্লাড মানি’, ‘বদমাশিয়ান’ এবং ‘আমেন’- এর মতো ছবিতে কাজ করেছেন। তিনি ‘ফিয়ার ফ্যাক্টর: খতর কে খিলাড়ি ১৪’-এর বিজয়ীও। তাঁর অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি, করণ ডায়াজিওর সঙ্গে সড়ক নিরাপত্তা সচেতনতার নিয়ে কথা বলেছেন।
ছুম দারাং অরুণাচল প্রদেশের বাসিন্দা। তিনি ‘বিগ বস ১৮’- এর প্রতিযোগীদের মধ্যে একজন। তিনি ‘বাধাই দো’- তে ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করেছিলেন। তাছাড়াও ডলি চায়েওয়ালা-সহ আরও অনেকে থাকছেন।