সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই তিনি জনপ্রিয়। বিশেষ করে ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস-এ নিজের বাড়ি ও জীবন সম্পর্কে মুখ খুলেছেন শালিনী পাসি। তখন থেকেই চর্চায় রয়েছে দিল্লির এই শিল্প বিশেষজ্ঞ। ৪৮ বছর বয়সে এসেছে শালিনী কীভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে নেটিজেন আগ্রহের অন্ত নেই। এখন শোনা যাচ্ছে এবার সলমন খানের বিগ বস-১৮এ যোগ দিতে চলেছেন শালিনী পাসি।
বিগ বস ১৮-তে শালিনী পাসি?
মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে শালিনী পাসি শীঘ্রই বিগ বসের অংশ হতে চলেছেন। যদিও তিনি প্রতিযোগী হয়ে আসছেন নাকি অতিথি, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। শোয়ের এক সূত্র তাদের জানিয়েছে, 'শালিনীর খানিকটা যেন এক চৌম্বকীয় শক্তির রয়েছে। তিনি যেখানেই যান মনোযোগ আকর্ষণ করেন। তাঁর গ্ল্যামার, তাঁকে নিয়ে চর্চা বিগ বসের গতিশীলতাকেও নাড়িয়ে দেবে এবং চলমান নাটককে আরও তীব্রতর করবে। এমনটাই আশা করা যায়।
আরও পড়ুন-জোড়া খুনে গ্রেফতার নার্গিস ফাকরির বোন, কে এই আলিয়া? কেমন সম্পর্ক ছিল দুই বোনের?
বিগ বস ১৮
এদিকে চলতি বিগ বসে সলমন খান উইকেন্ড কা ভার পর্ব চলাকালীন শিল্পা শিরোদকরকে প্রশ্ন করেন, তাঁকে তাঁর অগ্রাধিকার এবং করণ বীর মেহরার সঙ্গে সম্পর্ক সম্পর্কে জিগ্গেস করেন। তার কর্মকাণ্ড প্রায়শই নজর কাড়ে। কয়েক সপ্তাহ আগে তিনি যখন করণকে মনোনীত করেন, তখন সবাই অবাক হয়ে গিয়েছিলেন।
এই মরসুমে, বিগ বস ১৮-এ পাঁচজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। যাঁরা হলে কাশিস কাপুর, দিগ্বিজয় সিং রাঠি, এডিন রোজ, যামিনী মালহোত্রা এবং অদিতি। তাঁরা ছাড়াও, বর্তমান প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ভিভিয়ান ডি'সেনা, অবিনাশ মিশ্র, ঈশা সিং, রজত দালাল, শুতিকা অর্জুন, চুম দারাং, তাজিন্দর বাগ্গা এবং সারা আরফিন খান। এরপর শালিনী কীভাবে এই শোতে অংশ নেবেন এবং তাঁর উপস্থিতি কীভাবে বিগ বস-১৮কে প্রভাবিত করবে সেটাই এখন দেখার।
শালিনী পাসি কে?
শালিনী একজন দিল্লি ভিত্তিক সমাজকর্মী এবং শিল্প অনুরাগী যিনি তাঁর স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং ফ্যাশন বোধের জন্য পরিচিত এবং বেশ জনপ্রিয়। তিনি ভাবনা পাণ্ডে, মাহিপ কাপুর, সীমা সাজদে, নীলম কোঠারি সোনি, কল্যাণী চাওলা এবং ঋদ্ধিমা কাপুরের সঙ্গে নেটফ্লিক্সের ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসে উপস্থিত ছিলেন।