রবিবার সম্প্রচারিত হয়েছে বহু প্রতীক্ষিত Bigg Boss-18 এর ফাইনাল। তবে বিগ বসের ফাইনালের দিন হাজির হলেও শ্যুটিং ছাড়াই সেট ছেড়ে বের হয়ে যান আক্কি। রবিবার মূলত নিজের আগামী ছবি ‘স্কাই ফোর্স’-এর প্রচারের সহ-অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে সেখানে হাজির হয়েছিল সুপারস্টার অক্ষয়। তবে শুটিং শুরুর আগেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু কেন?
জানা যাচ্ছে, অক্ষয় বীর পাহাড়িয়াকে নিয়ে সঠিক সময় মতোই Bigg Boss-18র সেটে পৌঁছে গিয়েছিলেন। তবে এদিন সেখানে দেরি করে পৌঁছন সল্লু। তবে অক্ষয়ের হাতে বেশি সময় ছিল না। অন্য কাজের জন্য প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন তিনি। তাই বাধ্য হয়েই বিগ বসের সেট ছেড়ে বের হয়ে যেতে হয় আক্কিকে। তবে অবশ্য বীর পাহাড়িয়া সেখানে শেষপর্যন্ত ছিলেন। তিনিই সলমনকে গ্র্যান্ড ফিনালের প্রথম এলিমিনেটেড প্রতিযোগী ঈশা সিং-এর নাম ঘোষণার সাহায্য করেন।
এদিকে অক্ষয়ের বিগ বসের সেট ছেড়ে বের হয়ে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন সলমন খান। তিনি বলেন, ‘আক্কিও (অক্ষয় কুমার) এই ছবিতে (স্কাই ফোর্স) রয়েছে। আমার একটু দেরি হয়ে গিয়েছিল। আর ওকে অন্য একটি অনুষ্ঠানে যেতে হয়েছে, তাই ও চলে গিয়েছে।’
HT City সূত্রে খবর অক্ষয়ের রবিবার তাঁর আগামী ছবি 'জলি এলএলবি ৩'র জন্য স্ক্রিন টেস্ট ছিল। আর কাজের বিষয়ে সময়ানুবর্তী ব্যক্তি। তাই এক্কেবারে পূর্ব-নির্ধারিত সময় মেনেই ঠিক দুপুর ২টোয় 'জলি এলএলবি ৩'র সেটে পৌঁছে যান আক্কি। এইচটি সিটিকে একটি সূত্র জানিয়েছে, অক্ষয়কে ফিরে আসার জন্য বহুবার ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফেরেননি।
আরও পড়ুন-ভিভিয়ান ডি'সেনাকে হারিয়ে বিগ বস-১৮ জিতলেন করণ বীর মেহরা, সোনার ট্রফি সহ পেলেন কত টাকা?
স্কাই ফোর্স
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে স্কাই ফোর্স,। এতে অক্ষয় কুমার একজন বায়ুসেনা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা তাঁর সহযোদ্ধাদের মৃত্যুর পরে প্রতিশোধমূলক মিশনে রয়েছেন। হাই-স্টেক থ্রিলারটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। অক্ষয়ের সঙ্গে রয়েছেন নবাগত বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
বিগ বস ১৮
এদিকে রবিবার বিগ বস ১৮ জিতে নেন টেলি অভিনেতা করণ বীর মেহরা। তাঁর হাতে বিগ বসের সোনার ট্রফি ও ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর করণ সতীর্থ টিভি তারকা ভিভিয়ান ডিসেনাকে হারিয়ে দেন। তৃতীয় স্থানে রয়েছেন ফিটনেস ইনফ্লুয়েন্সার রজত দালাল। আর বিগ বসের শীর্ষ ছয়ের অন্য ফাইনালিস্টরা হলেন অবিনাশ মিশ্র, চুম দারাং এবং ঈশা সিং।