বিগ বস ১৮-র গ্র্যান্ড ফিনালে-তে দাবাং খান আর খিলাড়ি কুমারের রি-ইউনিয়ন দেখতে মুখিয়ে ছিল দর্শক, কিন্তু দুর্ভগ্যবশত তেমনটা ঘটছে না! বিগ বসের সেটে সময়মতোই পৌঁছেছিলেন অক্ষয় কুমার, তবে ভাইজান লেট। এক ঘণ্টা অপেক্ষার পর সেট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অক্ষয় কুমার।
অক্ষয় কুমার ও সলমন খানের রসায়ন বরাবরই হিট। সানি এবং সমীরের চরিত্রে মুঝসে শাদি করোগি ছবিতে তাঁদের কমিক টাইমিং আজও ভোলেনি দর্শক। এদিন অক্ষয় কুমার বিগ বসের সেটে তাঁর আসন্ন ছবি স্কাই ফোর্সের প্রচার করতে এসেছিলেন নবাগত বীর পাহাড়িয়ার সাথে। সঞ্চালকের সঙ্গে কিছু মজার মুহূর্ত কাটানোর কথাছিল দুজনের৷ তবে হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে অক্ষয়-বীর সেট ছেড়ে চলে গিয়েছেন।
সূত্র জানায়, ‘অক্ষয় খুব সময়ানুবর্তী তারকা সকলেই সেটা জানে, দুপুর সওয়া দুটো নাগাদ নির্ধারিত সময়ে শুটিংয়ের জন্য সেটে হাজির হন অক্ষয়। কিন্তু ততক্ষণে সলমন আসেননি। অক্ষয় আগামী এক ঘন্টা সলমনের আসার অপেক্ষা করেছিলেন। এরপর তাঁর জলি এলএলবি ৩- এর একটি ট্রায়াল স্ক্রিনিং পৌঁছানোর ছিল। তাই ঘণ্টাখানেক অপেক্ষা করার পর অক্ষয় শুটিং না করেই ফিরে যান’।
সূত্রটি প্রকাশ করেছে, ‘অক্ষয় বেরানোর আগে সলমনের সঙ্গে কথা বলেন, তাঁকে জানান পূর্ব প্রতিশ্রুতির জন্য তিনি বাধ্য হচ্ছেন চলে যেতে। সলমন এও বলেন যে তিনি আশা করেন যে অক্ষয়কে তিনি অন্য কোনও সময় শোতে পাবেন।’ বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে আজ সম্প্রচারিত হবে। ফিনালেতে ট্রফির দৌড়ে রয়েছেন ঈশা সিং, অবিনাশ মিশ্র, করণবীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, রজত দালাল এবং চুম দারাং। কার হাতে উঠবে ট্রফি? হিন্দুস্তান টাইমসের সমীক্ষায় এগিয়ে রয়েছেন করণবীর মেহর। তবে জনপ্রিয়তার নিরিখে তাঁক জোর টেক্কা দেবেন কালার্স-এর ‘লাডলা’ ভিভিয়ান।