বিগ বসের চলতি সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী করণ বীর মেহরা। খতরোকে খিলাড়ি-র এই বিজয়ীর বাস্তব জীবনকে ঘিরে রয়েছে বিতর্ক। দু-বার বিয়ে ভেঙেছে করণের। আপতত সিঙ্গল তিনি, বিগ বসের ঘরের শুরু থেকেই চুম দারাং-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চর্চায় থেকেছে। তাঁদের বন্ধুত্ব দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, তবে অনেকের মতে সবটাই লোক দেখানো। বিক বসের ঘরে টিকে থাকতে মিথ্যে প্রেমের গল্প নতুন নয়। সম্প্রতি, এই জুটির একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, যেখানে করণ বীরকে চুম দারাংকে 'লাভ বাইট' দিতে দেখা গেছে। সেই ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটপাড়া। আরও পড়ুন-কচি বউ নিয়ে সাগরপারে হানিমুনে তাহসান! মিথিলার প্রাক্তনের চেয়ে বয়সে কত ছোট রোজা?
করণ বীর মেহরা এবং চুম দারাংয়ের ভিডিয়ো ভাইরাল
এর আগে অভিযোগ ছিল বাথরুমে ক্য়ামেরার অন্তরালে চুম্বনে লিপ্ত হয়েছেন করণ-চুম। এবার খুল্লমখুল্লাই চলল রোম্যান্স। ভিডিয়োতে দেখা গেল করণ বীর মেহরা বাথরুম অঞ্চলে চুম দারাংয়ের হাত কামড়ে ধরছেন। শুরুতে দেখা গেল নিজের পোশাক ইস্ত্রি করছিলেন চুম। আচমকাই সেখানে এসে করণ নিজের ভালোবাসার চিহ্ন আঁকেন চুমের হাতে। এই ঘটনার চুম দৃশ্যত বিরক্ত হয়ে ওঠেন। ইন্টারনেটের একাংশ চুমের সঙ্গে করণের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে 'সস্তার পাবলিসিটি' বলে অভিহিত করেছেন, অন্যরা এটিকে তাঁর 'ভালবাসা'র বহিঃপ্রকাশ হিসাবে সমর্থন করেছেন।
করণ-চুমের 'প্রেমের কামড়' বিতর্ক
এই ভিডিয়ো ঘিরে দ্বিধাবিভক্ত নেটপাড়া। একজন লেখেন, ‘ফেক জুটির, ফেক কাণ্ডকারখানা’। আরেকজন লেখেন, 'করণের আচরণ অদ্ভুত / চুমই বা চুপ করে কেন দাঁড়িয়ে রইল? ' আরেকজন মন্তব্য করেছেন, 'আসলে ক্যামেরার সামনে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে এটি জঘন্য লাগছিল, দুজনেই এক্কেবারে নকল। ' আরেকজন মন্তব্য করেছেন, ‘করণ খুবই সস্তা। বিগ বসের বাড়িতে ও এই কাজ করছে! আর এভাবেই চুম জাতীয় মঞ্চে নর্থ ইস্টের প্রতিনিধিত্ব করছেন?? লজ্জাজনক!’
করণ বীর মেহরাকে সমর্থন করে এক ভক্ত লিখেছেন, 'আপনি কি জানেন এর অর্থ কী? এটা ভালোবাসার লক্ষণ। আমার স্ত্রী যুগ যুগ ধরে আমার সাথে এমন করে যখন সে খুব বেশি আদর দেখাতে চায়।' আরেকজন লিখেছেন, 'একেই বলে ভালোবাসা'।
এদিকে সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস ১৮ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে ঈশা সিং, অবিনাশ মিশ্র, করণ বীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, শ্রুতিকা অর্জুন, চাহাত পান্ডে এবং চুম দারাং ফাইনালের টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে রজত দালাল সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন। ফাইনাল সপ্তাহে কে সরাসরি প্রবেশ করে তা দেখতে আকর্ষণীয় হবে। আগামী ১৯ জানুয়ারি এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।