বিগ বস OTT ৩ এর সঞ্চালনা করেননি এবার সলমন খান। বরং তাঁর জায়গায় অনিল কাপুরকে দেখা গিয়েছিল। এবার জানা গেল বিগ বস সিজন ১৮ তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন ভাইজান। একই সঙ্গে জানা গেল কবে থেকে শুরু হচ্ছে এই শো।
আরও পড়ুন: কীভাবে করতে হয় দেহদান? কারা করতে পারেন? মৃত্যুর পর পরিবারের কী করণীয়, জানুন পুরোটা
বিগ বস সিজন ১৮ এর আপডেট
সলমন খান এবার বিগ বস OTT ৩ এর সঞ্চালনা করেননি কারণ তিনি তখন সিকান্দর ছবিটির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে বিগ বস সিজন ১৮ এর সঞ্চালনা করবেন। আর জানা গিয়েছে প্রথা মেনে অক্টোবর মাসেই শুরু হবে এক শো। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে এই জনপ্রিয় রিয়েলিটি শো।
ইতিমধ্যেই একাধিক জনের কাছে এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কাউকেই প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয়নি। অন্তর্জাল থেকে জন্য যাচ্ছে ইশা কোপিকর সহ শাইনি আহুজা, গুরুচরণ সিং, অর্জুন বিজলানি, করণ প্যাটেল, সমীরা রেড্ডির কাছে এই প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে সুরভী জ্যোতি, পূজা শর্মা, শোয়েব ইব্রাহিম, দলজিৎ কৌরের নামও। এছাড়া অনুমান করা হচ্ছে অভিষেক মালহান, দীপিকা আর্য, ডলি চায়েওয়ালা, প্রমুখের মতো সোশ্যাল মিডিয়া তারকারাও থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে সবটাই এখন অনুমান। আসলে কারা অংশ নিলেন সেটা শো শুরু হলেই জানা যাবে।
আরও পড়ুন: মধুচন্দ্রিমা সারতে কোস্টারিকায় অনন্ত - রাধিকা, আলিশান ভিলার এক রাতের ভাড়া কত জানেন?
বিগ বস OTT সিজন ৩ প্রসঙ্গে
গত ২ অগস্ট সবেই শেষ হল বিগ বস OTT ৩। অনিল কাপুর সঞ্চালিত এই সিজনের বিজয়ী হয়েছেন সানা মকবুল। তবে এবার সব থেকে বেশি নজর কেড়েছেন আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল।