বাংলা নিউজ > বায়োস্কোপ > সাজিদের বিরোধিতা করতেই এল ধর্ষণের হুমকি, দাবি দিল্লি মহিলা কমিশনের প্রধানের

সাজিদের বিরোধিতা করতেই এল ধর্ষণের হুমকি, দাবি দিল্লি মহিলা কমিশনের প্রধানের

সাজিদের বিরোধিতা করায় দিল্লি মহিলা কমিশনের স্বাতী মালিওয়ালকে দেওয়া হত ধর্ষণের হুমকি।

বিগ বসে কেন সাজিদ খানকে আনা হল, এই নিয়ে সুর চড়িয়েছেন অনেক মহিলাই। দিল্লি মহিলা কমিশনের স্বাতী মালিওয়ালের দাবি হাউসফুল পরিচালকের বিরোধিতা করায় তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। 

সাজিদ খান বিতর্কে সরগরম বলিউড। মি টু-র পারদ যখন তুঙ্গে ছিল, তখনই একাধিক মহিলা এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি ফারহা খানের ভাই অনেককেই দিয়েছিলেন খারাপ প্রস্তাব। এই কারণে Indian Film and Television Directors’ Association (IFTDA) তাঁকে ১ বছরের জন্য সাসপেন্ডও করেছিল। রাতারাতি হাউজফুল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। চার বছর অন্তরালে থাকার পর সামনে আসেন তিনি। সেটাও আবার বিগ বসের ঘরে।

ইতিমধ্যেই সাজিদ খানকে জাতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়েলিটি শো বিগ বসে নেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন দিল্লি মহিলা কমিশন (Delhi Commission for Women)-এর প্রধান স্বাতী মালিওয়াল। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে একটি চিঠিও লিখেছিলেন এই আবেদন করে যাতে এই পরিচালককে বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হয়। এবার স্বাতী দাবি করলেন সেই চিঠি পাঠানোর পর থেকেই একাধিক ধর্ষণের হুমকি আসছে তাঁর কাছে। এই নিয়ে একটি এফআইআরও দায়ের করেছেন তিনি।

এই ব্যাপারে স্বাতী জানান, ‘অবশ্যই ওরা চায় আমাদের কাজ বন্ধ করতে। আমি ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে আবেদন করেছি। এফআইআর নেওয়া হয়েছে, তদন্তও হচ্ছে। এর পিছনে যারা আছে তাঁদের গ্রেফতার করাটা খুব দরকার।’

অনুরাগ ঠাকুরকে চিঠিতে স্বাতী লিখেছিলেন, ‘সাজিদ খানের নামে যে অভিযোগ উঠেছিল তা যথেষ্ট গুরুতর। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কোনওভাবেই কোনও মানুষ, যার উপরে যৌন হেনস্থার অভিযোগ আছে, তাঁকে জাতীয় টেলিভিশনে বা ওটিটি-তে প্রোমোট করা কাম্য নয়। এই ঘটনা সমাজেও একটা খারাপ ছাপ ফেলে যেতে পারে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

রান আউট বিতর্ক ভারতের ছন্দ নষ্ট করেছে, মত কিউয়ি অধিনায়কের আরজি করের পর জয়নগরের ঘটনায় মন ভারাক্রান্ত, পুজো উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার ৬টা চার ও একটা ছক্কা, ১ রানের জন্য অর্ধশতরান মিস! নজর কাড়লেন বীরু পুত্র আর্যবীর নার্সের দিকে রড তুলে ছুটে গেল রোগীর স্বামী, তারপর...! ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালে উৎসবে নেই বলেও পুজোর মঞ্চে! লগ্নজিতা-সোহিনী সহ কারা ফিরলেন দুর্গাপুজোর উদযাপনে? এশিয়ার সেরা শহরের তালিকায় ৮ নম্বরে কলকাতা, পিছনে জয়পুর-মুম্বই জয়নগরে আরজি করের জুজু দেখছেন কুণাল? বাম-বিজেপির প্রতিবাদে খুঁজে পেলেন ‘চক্রান্ত’ Exit Polls LIVE: জম্মু ও কাশ্মীর, হরিয়ানার মসনদে কে? আসছে আভাস দুর্গাপুজোর মণ্ডপে অস্ত্র বিলি বিজেপি MLA-র, ‘ধর্মীয় চরমপন্থা’ তোপ দেবাংশুর সামনে দাঁড়িয়ে রুক্মিণী, কাকে I Love You বলে গান করলেন দেব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.