সাজিদ খান বিতর্কে সরগরম বলিউড। মি টু-র পারদ যখন তুঙ্গে ছিল, তখনই একাধিক মহিলা এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি ফারহা খানের ভাই অনেককেই দিয়েছিলেন খারাপ প্রস্তাব। এই কারণে Indian Film and Television Directors’ Association (IFTDA) তাঁকে ১ বছরের জন্য সাসপেন্ডও করেছিল। রাতারাতি হাউজফুল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। চার বছর অন্তরালে থাকার পর সামনে আসেন তিনি। সেটাও আবার বিগ বসের ঘরে।
ইতিমধ্যেই সাজিদ খানকে জাতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়েলিটি শো বিগ বসে নেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন দিল্লি মহিলা কমিশন (Delhi Commission for Women)-এর প্রধান স্বাতী মালিওয়াল। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে একটি চিঠিও লিখেছিলেন এই আবেদন করে যাতে এই পরিচালককে বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হয়। এবার স্বাতী দাবি করলেন সেই চিঠি পাঠানোর পর থেকেই একাধিক ধর্ষণের হুমকি আসছে তাঁর কাছে। এই নিয়ে একটি এফআইআরও দায়ের করেছেন তিনি।
এই ব্যাপারে স্বাতী জানান, ‘অবশ্যই ওরা চায় আমাদের কাজ বন্ধ করতে। আমি ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে আবেদন করেছি। এফআইআর নেওয়া হয়েছে, তদন্তও হচ্ছে। এর পিছনে যারা আছে তাঁদের গ্রেফতার করাটা খুব দরকার।’
অনুরাগ ঠাকুরকে চিঠিতে স্বাতী লিখেছিলেন, ‘সাজিদ খানের নামে যে অভিযোগ উঠেছিল তা যথেষ্ট গুরুতর। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কোনওভাবেই কোনও মানুষ, যার উপরে যৌন হেনস্থার অভিযোগ আছে, তাঁকে জাতীয় টেলিভিশনে বা ওটিটি-তে প্রোমোট করা কাম্য নয়। এই ঘটনা সমাজেও একটা খারাপ ছাপ ফেলে যেতে পারে।’