বাংলা নিউজ > বায়োস্কোপ > Abdu Rozik Outside Mannat: ‘শুধু একটাই স্বপ্ন বাকি!’, শাহরুখের ‘জবরা ফ্যান’ আবদু মন্নতের বাইরে গলা ফাটালেন

Abdu Rozik Outside Mannat: ‘শুধু একটাই স্বপ্ন বাকি!’, শাহরুখের ‘জবরা ফ্যান’ আবদু মন্নতের বাইরে গলা ফাটালেন

শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে আবদু রোজিক। 

পাঠান তারকার সঙ্গে দেখা করতে মন্নতের বাইরে বিগ বস-খ্যাত তাজিকিস্তানের গায়ক আবদু রোজিক। শাহরুখ খানের ভক্ত হিসেবে দাবি করে তাঁকে কিং খানের নাম নিয়ে আই লাভ ইউ বলতেও শোনা যায়। 

শাহরুখের বাংলো মন্নতের বাইরে দেখা মিলল বিগ বস-খ্যাত আবদু রোজিকের। শাহরুখ ভক্ত হিসেবে সেখানে পৌঁছেছিলেন তাজিকিস্তানের এই গায়ক। এই মাসের শুরুতেই ওয়ার্ক কমিটমেন্টের খাতিরে তিনি বিগ বসের ঘর ছেড়েছেন। শে-র ১৬ নম্বর সিজনের প্রতিযোগী ছিলেন তিনি সাজিদ খান, নিমরত কৌর আহলুওয়ালিয়াদের সঙ্গে।

শাহরুখের পাঠান মুক্তির একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার আবদুর দেখা মেলে মন্নতের বাইরে। শাহরুখের দেখা পাওয়ার আশায় গাড়ির সানরুফের দাঁড়িয়েছিলেন। তাঁর গলায় একটি প্ল্যাকার্ড ঝোলানো ছিল যাতে লেখা, 'আপনার সঙ্গে এখনও দেখা করতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি শাহরুখ খান। আপনার সমস্ত ভক্তদের সঙ্গে এখানে বসে আমার পালার জন্য অপেক্ষা করতে পেরে খুব খুব খুশি। একটাই স্বপ্ন বাকি। পাঠান।'

শাহরুখ-ভক্তরা তাঁদের মাঝে এই বিখ্যাত গায়ককে পেয়ে খুব খুশি। তাঁদের এই নিয়ে উল্লাস করতেও দেখা যায়। অনলাইনে শেয়ার করা একটি পাপারাজ্জো ভিডিয়োতে আবদুকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ‘আমি শাহরুখ খানকে ভালোবাসি’। আবদুর পরনে এদিন ছিল একটি কালো জ্যাকেট, টি-শার্ট এবং প্যান্ট।

ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদু বলেছিলেন যে, তিনি ভিন্ন দেশের একটি রিয়েলিটি শোতে থাকতে সেভাবে কখনোই ভয় পাননি। শেয়ার করেছেন, ‘আমি ক্যামেরার সামনে থাকতে অভ্যস্ত। তাই ক্যামেরার মুখোমুখি হওয়া আমার কাছে কঠিন মনে হয়নি। আমি সত্যিই খুশি যে বিগ বসে এসে আমি নতুন বন্ধু তৈরি করতে পেরেছি এবং শো থেকে অনেক কিছু শিখেছি। হিন্দিরও কিছু নতুন শব্দ শিখেছি। আমি আগে কখনও বিগ বস দেখিনি কিন্তু যখন আমাকে শো-এর প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন আমি শো-এর ধারণাটা বুঝতে পেরেছিলাম। আমিও অফারটি নেওয়ার কথা ভেবেছিলাম কারণ, সলমন খান এর অংশ।’

সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত পাঠানে সলমন খানের একটি বিশেষ কেমিও রয়েছে, বিশেষ এজেন্ট টাইগার হিসাবে উপস্থিত হয়েছেন সিনেমাতে। এটি সলমন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এক থা টাইগার (২০১২) এবং টাইগার জিন্দা হ্যায় (২০১৭) এবং হৃতিক রোশন অভিনীত ওয়ার সিনেমাগুলির সঙ্গে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে জুড়ে দিয়েছে।

শাহরুখের পাঠান ২৫ জানুয়ারী বুধবার মুক্তি পেয়েছে এবং প্রথম দিনে ৫৭ কোটির সঙ্গে বক্স অফিসের সব রেকর্ড ভেঙেছে। বিশ্বব্যাপী এই পরিমাণ অর্থ আয় করে পাঠান হয়ে উঠেছে হিন্দি সিনেমার সর্বোচ্চ ওপেনার।

 

বন্ধ করুন