বাংলা নিউজ > বায়োস্কোপ > Kriti Verma-TDS Scam: আয়কর আধিকারিকের চাকরি ছেড়ে হন অভিনেত্রী, ২৬৩ কোটির TDS কেলেঙ্কারিতে নাম কৃতির!

Kriti Verma-TDS Scam: আয়কর আধিকারিকের চাকরি ছেড়ে হন অভিনেত্রী, ২৬৩ কোটির TDS কেলেঙ্কারিতে নাম কৃতির!

কৃতি বর্মা

ইডির দেওয়া চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। নাম রয়েছে অভিনেত্রী কৃতি বর্মা ও তাঁর প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টি সহ আরও বেশ কয়েকজনের।

২৬৩ কোটি টাকার আর্থিক তছরুপে ইডির নজরে এবার বিগ বস, MTV রোডিজ খ্যত প্রতিযোগী কৃতি বর্মা। TDS কেলেঙ্কারিতে সম্প্রতি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই চার্জশিটেই নাম রয়েছে কৃতির। 

 ইডির দেওয়া চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। নাম রয়েছে অভিনেত্রী কৃতি বর্মা ও তাঁর প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টি সহ আরও বেশ কয়েকজনের।

প্রসঙ্গত, অভিনেত্রী কৃতি বর্মা ছিলেন প্রাক্তন আয়কর আধিকারিক। তিনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন জিএসটি-র ইন্সপেক্টরের পদে ছিলেন। পরে ২০১৮ সালে রোডিজ এক্সট্রিম-এর মাধ্যমে লাইমলাইটে আসেন এবং জিএসটি- আধিকারিকের পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী সময়ে বিগ বসেও দেখা গিয়েছিল কৃতিকে। 

আরও পড়ুন-৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়

আরও পড়ুন-'সইফের চিন্তা হওয়া উচিত আমার নয়', বয়সের ব্যবধান, ভিনধর্মে বিয়ে নিয়ে বললেন করিনা

আরও পড়ুন-সৎ ভাই সানি-ববির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে চাইলেন না এষা, ফের কী হল!

জানা যাচ্ছে ২৬৩ কোটি টাকার এই TDS কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হলেন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। যিনি তাঁর মেয়াদকালে, RSA টোকেন এবং উচ্চ-পদস্থ কর্তৃপক্ষের লগইন শংসাপত্রগুলিতে অননুমোদিত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, যা বেআইনি। এই টাকা প্রাপকদের মধ্যে অন্যতম নাম হল ভূষণ পাটিল। যিনি কিনা এই তছরুপের টাকা ব্যবহার করে গুরগাঁও-এ ১.০২ কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনেছিলেন বলে অভিযোগ। পরে সেই সম্পত্তি তিনি ১.১৮ কোটি টাকায় বিক্রি করেন। এছাড়াও এই আর্থিক তছরুপের টাকা গিয়েছিল অভিনেত্রী কৃতি বর্মার অ্যাকাউন্টেও। এই আর্থিক তছরুপের টাকা ব্যবহার করে অপরাধীরা লোনাভালা, খান্ডালা, কারজাত, পুনে, উডুপি, পানভেল সহ একাধিক জায়গায় বিলাসবহু ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ। পুরো বিষয়টি আপাতত তদন্তাধীন রয়েছে।

 

 

বন্ধ করুন