রবিবার, ২ জুলাই বিগ বস OTT ২ থেকে বের করে দেওয়া হল আকাঙ্ক্ষা পুরিকে। সলমন খান খোদ এই কথা ঘোষণা করেন। গত সপ্তাহে একটি টাস্ক পালন করতে গিয়ে তিনি জাদ হাদিদকে জড়িয়ে ধরে গভীর ভাবে চুমু খান, তাও লাইভ ক্যামেরার সামনে। এই ঘটনার পরই তাঁকে বিগ বস হাউজ থেকে বের করে দেওয়া হয়। এই সপ্তাহে অভিষেক মালহান, জিয়া শঙ্কর এবং আকাঙ্ক্ষা পুরির মধ্যে একজনকে বেছে নেওয়া হয় এই বাড়ি থেকে বহিস্কার করার জন্য।
একদিকে যখন আকাঙ্ক্ষাকে এই চুমু কাণ্ডের জন্য এই সপ্তাহে বাড়ি থেকে বের করে দেওয়া হল অন্যদিকে সমস্ত কাণ্ডের মূলে যিনি রয়েছেন সেই জাদ হাদিদকে এদিন ভাইজান কড়া শাস্তি শোনান। তাঁর নাম আগামী সপ্তাহে নমিনেশনে থাকবে।
প্রসঙ্গত এদিন আকাঙ্ক্ষা, জিয়া এবং অভিষেককে বিবিভার্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারপর তাঁদের একটি টাস্ক দেওয়া হয়। তাঁদেরকেই জিজ্ঞেস করা হয় তাঁদের মধ্যে কে এই শো ছেড়ে বেরিয়ে যাবেন আজ? একই সঙ্গে তাঁদের বলা হয় তাঁরা যত বেশি সময় নেবেন তত সমস্যা বাড়বে। এরপর অভিষেক এবং আকাঙ্ক্ষা জিয়ার নাম নেন। আর জিয়া আকাঙ্ক্ষার কথা বলেন। তাঁরা কে এদিন বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন সেটা নিয়ে দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক করেন। এরপর খোদ ভাইজান তাঁদের বলেন আকাঙ্ক্ষা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তাঁকেই বাদ দেওয়া হচ্ছে।
এরপরই জাদকে রীতিমত তুলোধনা করেন সলমন। গত সপ্তাহে তিনি যে দুটো কাণ্ড ঘটিয়েছেন তাতেই ভীষণই বিরক্ত সলমন। একদিকে তো আকাঙ্ক্ষাকে টানা ৩০ সেকেন্ড ওভাবে চুমু খাওয়ার ঘটনা আছেই অন্যদিকে তিনি একটি ঝগড়ার মাঝে বেবিকাকে তিনি প্যান্ট খুলে তাঁর নিতম্ব দেখিয়েছেন তাও অন ক্যামেরা। যদিও এই ক্লিপ প্রোডিউসাররা বাদ দিয়ে দিয়েছেন।
এরপর সলমন তাঁকে বলেন, 'এসব গিয়ে আবু ধাবিতে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা। তারপর বুঝব।' সলমনের বকা খেয়ে জাদ হাদিদ অবশ্য ক্ষমা চেয়ে নেন। বলেন এটা তিনি ভুল করে করেছেন। সলমন পুনরায় তাঁর উপর ঝাঁঝিয়ে উঠে বলেন, 'কখন ক্ষমা চেয়েছেন? এখন? বলার পর?' উত্তর এই মডেল বলেন, 'না না, আমি তখনই বলেছিলাম। কিন্তু ও (বেবিকা) তখন ভালো মুডে ছিল না যাতে আমি ওকে বোঝাতে পারি গোটা বিষয়টা।'
সলমন কিন্তু মোটেই তাঁর বক্তব্যে বা ক্ষমা চাওয়া শুনে শান্ত হন না। তিনি যে কতটা বীতশ্রদ্ধ গোটা ঘটনায় সেটা বুঝিয়ে বলেন, 'আপনি যা করেছেন সেটা হয়তো অনেকেরই খারাপ লাগেনি। কিন্তু আবার একই সঙ্গে অনেকেই বিরক্ত হয়েছেন। ভারত ভীষণই রক্ষণশীল দেশ। একই সঙ্গে সহজে ক্ষমাও করে দিতে জানে। আমরা লক্ষাধিক বার মানুষকে ক্ষমা করে দিই তাঁদের ভুল দেখার পরেও। আর আপনি? ওরা তো আপনাকে, আবদু (রজিক)-কে ভালোবাসে। তোমাদের ভাষা না বুঝেও আপন করে নিয়েছে। কিন্তু এই দুটো ঘটনা? এগুলো কি? চুমুর ঘটনাটা যদিও বা সরিয়ে রাখি, তবে এটা কি?'
সলমনের বকা খেয়ে সুর বদলান জাদ। তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি সম্পূর্ণ দোষ নিচ্ছি। আমি গোটা ভারত, আপনাদের সবার কাছে, এই বাড়ির প্রতিটা সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’