বিগ বস OTT ৩ শুরু হল গত শুক্রবার অর্থাৎ ২১ জুন থেকে। একেবারে নতুন প্রতিযোগীদের পথচলা শুরু করল এবারের বিগ বস OTT সিজন ৩। এবারের সঞ্চালক হিসেবে আছেন অনিল কাপুর। সলমন খানের জায়গায় তিনি এবার এই দায়িত্ব পালন করবেন। প্রথম দিনই কনফেশন রুম দিয়ে অনিল কাপুর তাঁর এই রিয়েলিটি শোয়ের পথচলা শুরু করলেন। সেখানে অভিনেতা বিগ বসকে জিজ্ঞেস করেন এবারের হাউজে ফোন অ্যালাও কিনা। উত্তরে কী জানাল বিগ বস?
আরও পড়ুন: মেয়ের বিয়ের আনন্দে সেজে উঠল শত্রুঘ্নর বাড়ি 'রামায়ণ', কোথায় আইনি বিয়ে সারছেন সোনাক্ষী - জাহির?
এবারের বিগ বস OTT ৩ - এ ফোন ব্যবহার করা যাবে?
অনিল কাপুর যখন জানতে চান এবারের বিগ বস OTT ৩ এ প্রতিযোগীরা ফোন ব্যবহার করতে পারবেন কিনা তখন বিগ বসের তরফে জানানো হয় 'হ্যাঁ, এবার নতুন নিয়ম থাকবে। এবার মোবাইল ফোন ব্যবহার করা যাবে বিগ বস হাউজে কিন্তু সবাই সেটা ব্যবহার করতে পারবেন না।'
ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে এবারের বিগ বস হাউজে বেশ অনেক চমক থাকবে। এছাড়া জানা গিয়েছে এবারের বিগ বস হাউজে একজন বাইরের লোক থাকবেন তিনিই বিগ বস এবং প্রতিযোগীদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে থাকবেন।
অনিল কাপুর তারপর ফের বলেন, 'এই বার নতুন টুইস্ট আসছে। মোবাইল ফোন বিগ বস হাউজে ঢুকবে কিন্তু সঙ্গে একজন নতুন সদস্যও। এই সদস্যই বিগ বসের প্রতিনিধি হয়ে কাজ করবেন বাড়ির মধ্যে। ঘরের মধ্যে থাকবেন বাইরের কেউ যার কাছে বাইরের সব খবর থাকবে। আর এটার মাধ্যমেই বিগ বস তার গত ১৭ বছরের ধারা ভাঙতে চলেছে।'
এদিন একটার পর একটা আইকনিক গানের সঙ্গে বিগ বসে এন্ট্রি নেন অনিল কাপুর। এমনকি পারফর্মও করেন। এরপর তিনি মঞ্চে এসে দর্শকদের অভিবাদন জানান এবং এবারের প্রথম প্রতিযোগীর সঙ্গে আলাপ করান।