বিগ বস হাউজে এবার শারীরিক নিগ্রহের কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, ঠিকই পড়লেন। সম্প্রতি বিশাল পান্ডের সঙ্গে একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আরমান মালিক। আর তারপরই তিনি বিশালকে কষিয়ে একটি থাপ্পড় মারেন। এরপর এই সপ্তাহের উইকেন্ড কা ভার এপিসোডে এসেছিলেন বাদ পড়ে যাওয়া পায়েল মালিক। তিনি এসে বিশালের সঙ্গে কথা বলেন তিনি কৃতিকাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই বিষয়ে।
পায়েল কী বলেছেন বিশালকে?
আর আগে একটি এপিসোডে বিশাল পান্ডে আরেক প্রতিযোগী লাভকেশ কাটারিয়াকে বলেছিলেন 'কৃতিকা ভাবিকে আমার খুব ভালো লাগে।' তিনি সেদিন একই সঙ্গে বলেন, 'আমার ওকে খুবই ভালো লাগে আবার সেটা নিয়ে অপরাধ বোধেও ভুগি।' এবার সাম্প্রতিকতম একটি পর্বে এই বিষয়ে পায়েল বিশালকে বলেন, 'তুমি একজন মা, একজন স্ত্রীকে নিয়ে কথা বলছ। তোমার ওকে সম্মান জানানো উচিত। ওকে নিয়ে তুমি যা বলেছ সেটা ভুল।' এদিন সঞ্চালক অনিল কাপুরও আরমান মালিক এবং তাঁর প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে মিলে বিশালকে এই বিষয় নিয়ে বকা দিয়েছেন।
বিশাল সাফাই দিয়ে কী বলেছেন?
অনিল কাপুর এদিন যখন লাভকেশ কাটারিয়ার থেকে জানতে পারেন বিশাল তাঁকে বারবার বলেন যে তাঁর কৃতিকাকে ভালো লাগে তখন নিজের সাফাইয়ে বিশাল বলেন তিনি এত কিছু ভেবে বলেননি। সাধারণ ভাবেই কথাটা বলেছেন। তখন পায়েল বলেন যদি তিনি অন্য কিছু না ভেবেই কথাটা ভেবে থাকেন তাহলে সেটা তিনি লাভকেশের কানে কানে কেন বলেছেন? উনি তো চাইলে সোজা কৃতিকাকেও বলতে পারতেন।
আরও পড়ুন: মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও দাপট কিং কোহলির! বিশ্বজয়ের পর কোন ৪ রেকর্ড গড়লেন বিরাট?
বিশালকে থাপ্পড় আরমানের
পায়েল চলে যাওয়ার পর আরমান বিশালের সঙ্গে কথা বলতে যান। তখনই দুজনের মধ্যে তর্ক হয়। এবং তখন বারবার বিশাল নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকায় মেজাজ হারিয়ে ফেলেন আরমান। তখনই তিনি চিৎকার করতে শুরু করেন এবং থাপ্পড় মেরে দেন বিশালকে। এরপর তাঁদের মধ্যে আরও হাতাহাতি হতে গেলে বাকি প্রতিযোগীরা তাঁদের থামান।