‘সরবমতী ট্রেনকো জ্বলায়া নেহি গ্যায়া স্যার, উনকো জলনে দিয়া গয়া’। কোর্টে দাঁড়িয়ে এমন সওয়াল করলেন ‘আইনজীবী’ রণবীর শোরে। আদালতে দাঁড়িয়ে তাঁর প্রশ্ন, ‘যখন ওই হামলা হয়েছিল, তখন RPFকোথায় ছিল, দমকল কোথায় ছিল? এটা কোনও ষড়যন্ত্র ছিল না’। তবে বিপক্ষের মতামতও আছে। ‘হাজারো লোকের এই খুন, গনধর্ষণ, ষড়যন্ত্র ছাড়া আর কী!’
আরও একবার ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি, গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ভয়াবহ স্মৃতি ফিরল। মুক্তি পেল 'অ্যক্সিডেন্ট অর কনস্পিরেসি গোধরা'র ট্রেলার। যেখানে দেখা গেল সেদিন অযোধ্যা থেকে ফেরার পথে ট্রেনের এস৬ কোচে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৫৯ জন তীর্থযাত্রী ও করসেবকের। সেই ভয়াবহ ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ৩১ সেকেন্ডের টিজার জুড়ে শুধুই আগুনের লেলিহান শিখা,মৃত্যু যন্ত্রণায় যাত্রীদের ছটফটানি আর প্রিয়জনকে হারানোর আর্তনাদ তুলে ধরেছেন পরিচালক এম শিবাক্ষ।
সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে সেসময় গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ২হাজার মানুষ। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। যে কারণে তাঁকে সেসময় অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে সেই বিষয়গুলি সিনেমায় উঠে আসবে কিনা তা অবশ্য ট্রেলারে স্পষ্ট নয়।
এদিকে ছবির ট্রেলার যখন মুক্তি পেল, তখন এই ছবির প্রধান অভিনেতা রয়েছেন Bigg Boss OTT-র ঘরে।
তবে ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা রণবীর শোরে। এই ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুলাই। জানা যাচ্ছে, হিন্দি ছাড়াও তামিল, তেলুগুতেও মুক্তি পাবে এই ছবি। ছবির বিষয়ে পরিচালক এম.কে. শিবাক্ষ বলেন, 'গত পাঁচ বছর ধরে আমরা দুর্ঘটনা বা ষড়যন্ত্র: গোধরা নিয়ে কাজ করছি। আমি জোর দিয়ে বলতে চাই যে এই ছবিটি আমার এত বছরের গবেষণার ফলাফল। ট্রেন হামলাটি পরিকল্পিত ছিল কিনা বা পূর্বনির্ধারিত ছিল কিনা তা এখনই বলা ভুল হবে, তবে ছবিটি এর উত্তর দেবে।'
এদিকে এর আগে এই একই বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া 'দ্য সবরমতী রিপোর্ট’-ছবির ট্রেলার সামনে এসেছে। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা বিক্রান্ত মাসে-কে। সেই ছবিটি পরিচালনা করছেন রঞ্জন চন্দেল। 'দ্য সবরমতী রিপোর্ট’-এ ঋদ্ধি ডোগরা, রাশি খান্নারা। ২ অগস্ট মুক্তি পাওয়ার কথা এই ছবির।