বিগ বস ওটিটি ৩-এর প্রতিযোগী হিসেবে বর্তমানে চর্চায় আছেন রণবীর শোরে। সম্প্রতি সেখানেই তিনি কঙ্গনা সেন শর্মাকে বিয়ের কারণ নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। বিগ বসের এক প্রতিযোগী নাজি-র সঙ্গে কথা বলার সময় অতীতের স্মৃতিচারণ করতে দেখা গেল তাঁকে।
কঙ্কনাকে নিয়ে কথা বললেন নাজি ও রণবীর
রান্নাঘরে কাজ করার সময় নাজি রণবীরকে বলেছিলেন, ‘আপনার এবং আপনার প্রাক্তন স্ত্রীর পরিসর পুরো এক তাই না?’ তাতে রণবীর হেসে বলেন, ‘ওঁর সঙ্গে কি তোমার দেখা হয়েছিল?’ নাজি উত্তর দিলেন, ‘না, আমার দেখা হয়নি’। তাতে রণবীর বলেন, ‘আমাদের পরিসর যদি এক না হত তাহলে আমরা কেন বিয়ে করতাম আর বাচ্চা নিতাম।’ ‘’
রণবীর এবং কঙ্কনা সেনশর্মা ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০২০ সালে বিবাহবিচ্ছেদ ঘটে। হারুণ নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন- আম্বানিদের কুকুর ‘হ্যাপি’র জন্য মার্সিডিজ গাড়ি, দাম শুনলে যে কারও চোখ উঠবে কপাল
রণবীরকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করলেন নাজি
এক পর্যায়ে রণবীরকে নাজি প্রশ্ন করেন, ‘ইন্ডাস্ট্রিতে এত সম্পর্কের ক্ষেত্রে কেন এমনটা হয়? অনেক শিল্পীকে ডিভোর্স দিতে দেখছি।’ এতে রণবীর শোরে জবাব দেন, এটা ইন্ডাস্ট্রির সঙ্গে নয়, সমাজের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ‘নারীবাদী আন্দোলন অনেক সময় অপব্যবহারের শিকার হয়। অনেক সময় পুরুষরা এটি সহ্য করতে পারে না এবং কখনও কখনও মহিলারা এটির অপব্যবহার করে। এসব কারণ... তবে নারীবাদী আন্দোলনও গুরুত্বপূর্ণ। ইতিহাসে, আমার মতে, মহিলাদের দ্বিতীয় শ্রেণির ব্যবহার পাওয়ার একটাই মাত্র কারণ রয়েছে। ওটা কি? নারীরা শারীরিকভাবে পুরুষের চেয়ে দুর্বল। এখানেই শেষ। এজন্যই আমি বলি নারীবাদী আন্দোলন গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: দুই ছেলে-মেয়ে নিয়ে ব্যস্ত ‘বাবা’ পরমব্রত, সুখী দাম্পত্যের ছবি দিলেন পিয়া
শুধু টলিউড নয়, বলিউডেও খ্যাতি অর্জন করেছেন অপর্ণা সেনের মেয়ে কঙ্গনা সেন শর্মা। অভিনেত্রী ২০০৭ সালে সহ-অভিনেতা রণবীর শোরের সঙ্গে ডেটিং শুরু করেন। এরপর তাঁরা ৩ সেপ্টেম্বর ২০১০ সালে একটি ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের ৬ মাসের মধ্যে কঙ্কনা তাঁর প্রথম সন্তান হারুনকে ২০১১ সালের ১৫ মার্চ জন্ম দেন দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে জন্ম দেন।
আরও পড়ুন: কোটি টাকার উপহার এর কাছে মিছে! দাদা-বাউদি শোভন-সোহিনীকে বিয়েতে কী দিলেন দীপ্সিতা
ডিভোর্সের পরেও কঙ্গনা ও রণবীর যৌথভাবে তাঁদের সন্তানের দেখভাল করেন। ছেলে হারুণকে নিয়ে বিগ বসে বিভিন্ন সময় কথা বলতে শোনা গিয়েছে রণবীরকে।