Bigg Boss Ott-র ঘরে ঢোকার পর থেকেই খবরের শিরোনামে রয়েছে ‘মালিক পরিবার’। চর্চায় রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তাঁর দুই বউ পায়েল ও কৃতিকা মালিক। মাঝে আরমানের দ্বিতীয় বউ কৃতিকাকে নিয়ে বিগ বস প্রতিযোগী বিশাল পাণ্ডের মন্তব্য ঘিরে তুলকালাম কাণ্ড হয়। বিশালকে চড় মেরে বসেছিলেন আরমান। আর এবার শিবানী কুমারীর সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কৃতিকা মালিক।
ঠিক কী ঘটেছে?
ঝগড়ার সূত্রপাত হয় যখন রান্না করার আগে শিবানী কুমারীকে স্নান করার কথা বলেন কৃতিকা মালিক। উত্তরে শিবানী বলেন, দিন শেষ গিয়েছে, তাই আর স্নান করা সম্ভব নয়। এরপরই কৃতিকা খেয়াল করেন শিবানী হাতের নখ দিয়ে পা আঁচড়াচ্ছে। সেই হাত না ধুয়েই রান্না ঘরে ঢুকে পড়েন তিনি। পরে শিবানী, কৃত্তিকার মুখোমুখি হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। তখনই রেগে গিয়ে কৃত্তিকা শিবানীকে মিথ্যেবাদী বলেন। কৃত্তিকা বলেন, ‘তু সব সে বাদি ঘুথি হ্যায় ইয়াহান পে। তুমনে হাত ক্যাসে লাগা দিয়া খানs কো, হাত না ধোকে! (তুমিই এখানে সবচেয়ে বড় মিথ্যেবাদী। হাত না ধুয়ে কীভাবে খাবারে হাত ধুলে)?’ এরপরই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। কৃত্তিকা বারবার শিবানী কুমারীকে মিথ্যেবাদী বলে আক্রমণ করতে থাকে।
তর্কবিতর্ক চলতে চলতেই একে অপরকে ধাক্কা দিতে শুরু করেন। তখনই বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ধাক্কাধাক্কির সময় শিবানীর হাতে ছুরি ধরে থাকতে দেখা যায়। বিষয়টি দেখা মাত্র লাভকে শিবানীর হাত থেকে ছুড়ি কেড়ে নিতে ছুটে আসে। তখন তাঁকে দেখেও বেশ রেগে গিয়েছেন বলেই মনে হচ্ছিল।
ঘটনার পরে, কৃতিকা রান্নার দায়িত্ব শিবানীর সঙ্গে ভাগ করে নিতে অস্বীকার করেন। আরমানও শিবানীকে হাত ধোয়ার অনুরোধ করেন। এসবের মাঝে রণবীর শোরে ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রণবীক কৃত্তিকাকে বলেন, 'উসকো নাহানা হ্যায় ইয়া নেহি হ্যায়, উসকা সিদ্ধান্ত হ্যায়। পর তুম হাত ধোকে আপনে কাম পার লাগো (উনি স্নান করবেন কি, করবেন না, সেটা ওঁর সিদ্ধান্ত। তবে শিবানী আপনি হাত ধুয়ে কাজে মন দিন)।
এরপর কৃতিকা রণবীরকে বলেন, 'ম্যায় ইসকে সাথ খানা না বানাউঙ্গি। ও জব কিচেন সে চলি যায়েগি তব ম্যায় খানা বানাউঙ্গি (আমি ওর সঙ্গে রান্না করব না। উনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তবে রান্না করব)। তখন রণবীর শিবানীকে হাত ধুয়ে নিতে বলেন। অবশেষে, শিবানী বাড়ির সমস্ত সহকর্মীর সামনে হাত ধুয়ে ফেলেন।
এর আগেও অবশ্য অপরিচ্ছন্ন থাকার জন্য শিবানী কুমারীকে বিগ বসের ঘরের অনেকেই নানান কথা বলেছেন। একবার, চন্দ্রিকা দীক্ষিত ওরফে ভাইরাল বড়াপাউ গার্ল, শিবানীর চুলে উকুন দেখেছিলেন। তারপরে বিগবস কর্তৃপক্ষ বাড়িতে উকুন রুখতে বিশেষ শ্যাম্পু পাঠিয়েছিল। মুণিশা খাতওয়ানিও শিবানীর অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।