বিগ বস ওটিটি ৩-এর সবচেয়ে চর্চিত প্রতিযোগী হিসাবে নাম উঠে এসেছে আরমান মালিকের। দুই বউ নিয়ে এক ছাদের তলায় ইউটিউবার আরমানকে নিয়ে কম বিস্ফোরক তথ্যও সামনে আসেনি শো চলাকালীন। যার অন্যতম পায়েলের আগেও আরও এক স্ত্রী রয়েছে আরমানের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে কম্বলের নীচে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। নেটিজেনদের মতে কম্বলের নীচে যৌনতায় লিপ্ত হয়েছেন আরমান ও তাঁর ‘গোলু’। তিন নম্বর বউকে আদর করে এই নামেই ডাকেন আরমান। আরমানের অপর স্ত্রী পায়েল এই ভিডিয়ো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তাঁর সাম্প্রতিক একটি ইউটিউব ভ্লগে, পায়েল ভাইরাল ভিডিওটি সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, এই ভিডিয়ো ভুয়ো, এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি সকলকে সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করা বন্ধ করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, ‘যাঁরা ভিডিওটি আরমান ও কৃতিকার বলে দাবি করছেন, তাঁদের হাত জোড় করে থামতে অনুরোধ করব। ভিডিওটি এডিট করা হয়েছে। আমি বিগ বসের বাড়িতে থেকেছি এবং আমি বলতে পারি যে ভাইরাল ক্লিপটিতে দেখা প্রদীপগুলির মতো কোনও প্রদীপ নেই। কম্বলটাও আলাদা। যাঁরা বাড়ির ভিতরে রয়েছেন, তাঁরা দ্রুত বুঝতে পারবেন যে ক্লিপটি ভুয়ো।’
ভিডিওটি সম্পর্কে
কিছুদিন আগে, একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছিল যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছিল। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, বেডরুমের আলো নিভে যাওয়ার পর রাতে কম্বলের তলায় কৃতিকার সঙ্গে ঘনিষ্ঠ হন আরমান।
এক্স-এ ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি এইমাত্র যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। এটি একটি রিয়েলিটি শোয়ের জন্য শালীনতার সব সীমা অতিক্রম করছে এরা’।
' আরেক নেটিজেন লেখেন, ‘আরমান মালিক ও কৃতিকাকে বের করে দেওয়া উচিত। বিগ বস ওটিটি অশ্লীল শো, নোংরামি চলছে। লজ্জা লাগা উচিত’।
পায়েল এই নিয়ে স্বামী ও সতীনের পাশে দাঁড়ালেও, নির্মাতারা এখনও ভিডিওটি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
দুই স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকাকে নিয়ে শোতে প্রবেশ করেছিলেন আরমান। তবে শোয়ের প্রথম সপ্তাহেই বহিষ্কৃত হন পায়েল। বহুবিবাহের প্রচারের জন্য শুরু থেকেই কটাক্ষের মুখে পড়েছেন তাঁরা।
আরমান ২০১১ সালে পায়েলকে বিয়ে করেছিলেন এবং তাদের চিরায়ু মালিক নামে একটি পুত্র সন্তান হয়েছিল। ছয় বছর পর ২০১৮ সালে পায়েলের প্রিয় বন্ধু কৃতিকাকে বিয়ে করেন আরমান। একই বাড়িতে দুই স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে থাকেন আরমান। গত বছর যমজ সন্তানের জন্ম দেন পায়েল। কৃতিকা ও আরমানেরও এক পুত্র সন্তান রয়েছে।
সম্প্রতি আরমানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন পায়েল। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েই নাকি এই সিদ্ধান্ত। পায়েলকে বলতে শোনা গিয়েছিল, 'যতক্ষণ এটি আমার সম্পর্কে ছিল, আমি ঠিক ছিলাম কিন্তু এখন ঘৃণা আমার বাচ্চাদের কাছে আসছে। এটা খুবই মর্মান্তিক ও ন্যক্কারজনক। আমি এই কারণে আরমানের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ও কৃতিকার সঙ্গে থাকতে পারবে, আর আমি বাচ্চাদের দেখাশোনা করব।'