শুরু থেকেই খবরের শিরোনামে রয়েছেন ইউটিউবার আরমান মালিক। ২টো বউ নিয়ে সংসার করার জন্য বহু আগে থেকেই চর্চায় তিনি। আর এবার ২ বউকে একসঙ্গে নিয়েই বিগ বসের ঘরে হাজির হন আরমান। যদিও ইতিমধ্যেই বিগ বসের ঘর থেকে বাদ পড়েছেন আরমানের প্রথম বউ পায়েল। রয়েছেন শুধু কৃতিকা।
আর এবার বিগ বস OTT-র ঘরে আরমানকে নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে নিয়ে মন্তব্য করার জন্য বিশাল পাণ্ডেকে চড় মেরে বসেছেন আরমান। ইউটিউবারের এই কাণ্ড ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এদিকে দাদাকে চড় মারার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিশাল পাণ্ডের বোন নেহা পাণ্ডে।
নেহা ইন্ডিয়া টুডেকে বলেন, ‘দুদিন ধরে আমরা ঘুমাইনি। ন্য়াশনাল টেলিভিশনের পর্দায় বিশালকে যেভাবে চড় মারা হয়েছে, তা আমারা হতবাক। এটা কীভাবে সহ্য করা যায়? আমার বাবা-মাও এটা দেখে ভেঙে পড়েছেন। আমরা এখনও চিন্তিত কারণ ওরা এখনও একই জায়গায় রয়েছে। শুধু একটাই ভরসা যে বিশাল খুবইউ দৃঢ়চেতা। কারণ, ও এই শো জিততে চায়। আমি আশা করি সবাই ওকে বিজয়ী করবে।’
এদিকে শুধু আরমান মালিক নন, বিগ বস ওটিটি-৩র সঞ্চালক অনিল কাপুরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বিশাল পাণ্ডের বোন নেহা পাণ্ডে। নেহার কথায়, ‘গায়ে হাত তোলার ঘটনায় অনিল কাপুরের ভূমিকাতেও আমার পরিবার বেশ বিরক্ত। এখন আমাদের মনে হচ্ছে যদি সালমান স্যার থাকতেন, তাহলে তিনি সত্যকেই সমর্থন করতেন। এমনকি প্রয়োজনে নির্মাতাদের বিরুদ্ধেও যেতেন। যাইহোক, আমরা মঞ্চে শুধু মজনু ভাইকেই দেখেছি, যিনি নির্মাতারা যা বলছেন তাই করছেন। আমরা সত্যিই হতাশ কারণ তিনি সমস্যাটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেন।’
এদিকে দাদা বিশাল পাণ্ডের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠান, বোন নেহার দাবি, তিনি তাঁর দাদার চরিত্র নিয়ে বিচলিত নন। নেহার কথায় বিশাল কথাগুলি শুধুই বন্ধুদের মধ্যে রসিকতা করে বলেছিলেন। নেহার কথায় লাভকেশ তাঁর দাদা বিশালকে সমর্থন করেননি দেখে তিনি হতাশ। নেহা পাণ্ডে আরও বলেন, বিশাল দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করেন, যেকারণে প্রায়ই তাঁকে বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাঁদের কেউই কখনও বিশালের সঙ্গে নিরাপত্তাহীনতায় ভোগেননি। নেহার দাবি, 'পুরুষের উদ্দেশ্য অসৎ হলে তা মহিলাদের কাছে ধরা পড়ে। আমার দাদা যদি সত্যিই খারাপ ব্যক্তি হন তাহলে কেন কখনও কোনও মহিলা প্রতিযোগী সেটা অনুভব করেননি?'
এদিকে যেসমস্ত সেলেবরা এবং অনুরাগীরা বিশাল পাণ্ডকে সমর্থন করেছেন, তাঁদেরকে ধন্যবাদ জানাতেও ভোলেননি নেহা পাণ্ডে। নেহার কথায়, ‘সত্যি বলতে আজকে সব দর্শকই এটা বোঝার জন্য যথেষ্ট স্মার্ট। সকলেই বুঝতে পারে সত্যটা কী? কাকে সমর্থন করা উচিত। তবে যাঁরা হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ছেন তাঁদের শাস্তি না দিয়ে নির্মাতারা ভুল বার্তা দিচ্ছেন।’
সব শেষে নেহা পাণ্ডে বলেন, ‘আমাদের ভাই-এর সমর্থন পাওয়ার জন্য আমাদের এমন একটা প্ল্যাটফর্মের প্রয়োজন নেই। আমরা কাউকে ছোট করে ওকে সঠিক প্রমাণ করতে চাই না। ওকে গালাগালি করা হয়েছে এবং তিরস্কার করা হয়েছে, তারপরেও বিশাল কিন্তু শক্ত থেকেছেন। আমরা শুধু চাই আরমান জনসমক্ষে বিশালের কাছে ক্ষমা চাইবে এবং বিশালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’