বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss OTT Finale: জল্পনাই সত্যি! বিগ বস ওটিটি জিতলেন দিব্যা, তৃতীয় শমিতা

Bigg Boss OTT Finale: জল্পনাই সত্যি! বিগ বস ওটিটি জিতলেন দিব্যা, তৃতীয় শমিতা

বিগ বস ওটিটি-র ট্রফি উঠল দিব্যার হাতে

বিগ বস ওটিটির ট্রফি জিতলেন দিব্যা আগারওয়াল। ফার্স্ট রানার আপ নিশান্ত, তিন নম্বরে শেষ করলেন শমিতা। 

হিন্দুস্তান টাইমসের সমীক্ষায় বিগ বস ওটিটি-র বিজেতা হয়েছিলিলেন দিব্যা আগারওয়াল। ইন্ডিয়ার রায় মিলে গেল সেই সমীক্ষার সঙ্গে, বিগ বস ওটিটির প্রথম এডিশনের বিজয়ী হলেন দিব্যা। অনুষ্ঠান চলাকালীনই এই সুখবর সবার প্রথম টুইটারে ফাঁস করে দেন গওহর খান। দিব্যাকে অভিনন্দ জানিয়ে প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর লেখেন, ‘অভিনন্দন দিব্যা! খুব ভালো খেলেছো, শমিতা, নিশান্ত। প্রতীক তোমার সঙ্গে দেখা হবে বিগ বস ১৫-র মঞ্চে’।

এদিন বিগ বস ওটিটি-র ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন দিব্যা। দ্বিতীয় স্থানে শেষ করলেন নিশান্ত, সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল শমিতা শেট্টিকে। বিগ বস ওটিটির অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন শমিতা। তবে প্রথম দু'জনের মধ্যেও জায়গা হল না তাঁর। 

ফিনালেতে টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহজপাল। বিগ বস ১৫-র প্রথম নিশ্চিত প্রতিযোগী প্রতীক। পাশাপাশি বিগ বস ওটিটি-র বিজেতা দিব্যা আগারওয়ালকেও দেখা যাবে বিগ বস ১৫-র মঞ্চে। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট। 

গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রীতেশ-জেনেলিয়া। এবার ওটিটির পর্ব শেষ। শুরু হতে চলেছে বিগ বস-এর ১৫ নম্বর সিজন। ফের একবার সঞ্চালকের ভূমিকায় সলমন খান। বিগ বসের প্রতিযোগী তালিকার দিকে এখন নজর সবার। 

বন্ধ করুন