এবারও খালি হাতেই বিগ বসের ঘর থেকে ফিরলেন রাখি। বছর বছর বিগ বসের মঞ্চে হাজির হলেও ট্রফি ভাগ্য নেই নায়িকার! এবার তো দোসর হিসাবে স্বামী রীতেশকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তবুও রাখির হাত খালিই থাকল। মঙ্গলবার বিগ বসের ঘর থেকে এলিমিনেট হয়েছেন রাখি। আর দু-দিনের মধ্যেই ভোলবদল রাখির! কালার্স-এর জনপ্রিয় রিয়ালিটি শো-এর নির্মাতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাখি। জিমের বাইরে পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। তাঁর কথায় শুধুমাত্র এন্টারটেনমেন্টের স্বার্থে তাঁকে ‘ব্যবহার’ করা হয়েছে কিন্তু ট্রফি জিততে দেওয়া হচ্ছে না।
রাখি কান্না গলায় বলেন, ‘বিগ বস এর মানে প্রতি বছর আপনি আমাকে ডাকবেন, কারণ আপনি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন। আমি মোটেই টিস্যু পেপার নই, আমি একটা রক্ত মাংসের মানুষ। এন্টারটেনমেন্টের জন্য…. যতক্ষণ কমলালেবুতে রস আছে ততক্ষণ আপনি নিংড়ে নেবেন আর তারপর খোসা ফেলে দেবেন। আমি কোনও কমলালেবু, পাতিলেবু কিংবা টিস্যু পেপার নই… না শুধু বিনোদন জোগাবার রসদ। ফিনালে সামনে এলে অন্যদেরই নিয়ে যাবেন ফিনালে। বিগ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমি ট্রফি জেতবার যোগ্য দাবিদার’।
রাখির সঙ্গে সহমত তাঁর অনুরাগীরাও। টিআরপি কম থাকবার জেরেই রাখিকে নির্মাতারা ডেকেছিল, এমনটাই মন্তব্য করেন তাঁর অনুরাগীরা। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে বিগ বসের জার্নি। গ্র্যান্ড ফিনালের দৌড়ে টিকে রয়েছেন তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, শমিতা শেট্টি, এবং প্রতীক সহজপাল। শনিবার ও রবিবার রাতে সম্প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে।