বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্কা! উপকূল জুড়ে উষ্ণতা

Priyanka Chopra: বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্কা! উপকূল জুড়ে উষ্ণতা

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস ও মালতী

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তাঁর স্বামী নিক জোনাস এবং তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন। অভিনেত্রী ক্যাপশন সহ ইনস্টাগ্রামে তাঁদের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তাঁর স্বামী নিক জোনাস এবং তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন। অভিনেত্রী ক্যাপশন সহ ইনস্টাগ্রামে তাঁদের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন। একেবারে ছুটির মেজাজে ধরা দিয়েছেন তাঁরা। ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘বই পড়তে পড়তে বিরতির প্রয়োজন হয়…  ভালবাসায় সেই বিরতি নিখুঁত হয়ে ওঠে। এখন...  আমিও তার জন্য প্রস্তুত।’

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং মালতির সঙ্গে ছুটি কাটাচ্ছেন 

প্রিয়াঙ্কা চোপড়ার যে সব ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে নিক এবং মালতি সঙ্গে আনন্দ করে সমুদ্র উপকূলে অবকাশ যাপন করছেন তিনি। ফটোগুলিতে তাঁকে একটি বিলাসবহুল ইয়টে সুইমিং কস্টিউমে দেখা গিয়েছে। তাছাড়াও ছবিতে তাঁকে মালতির সঙ্গে খেলা করতেও দেখা গিয়েছে। এছাড়াও বিকিনি পড়ে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে ধরা দিয়েছেন নায়িকা। আবার কোনও কোনও ছবিতে তাঁকে দক্ষিণ ফ্রান্সের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে। তাছাড়াও ছুটির মেজাজে মিষ্টি মালতির নানা মুহূর্তের ছবিতে শেয়ার করেছেন।

আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং মালতির ছুটির পোশাক সম্পর্কে

ছবিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা দুটি স্টাইলিশ বিকিনি পরছেন। একটি ক্রিম রঙের এবং অন্যটি বাদামী রঙের। ক্রিম রঙের বিকিনিটি ছিল অ্যানিম্যাল প্রিণ্টেড। তাছাড়াও টু-পিসেও নজর কেড়েছেন অভিনেত্রী। সুইমিং কস্টিউমেও তাঁর লাবণ্য উপচে পড়ছে। তাছাড়াও নায়িকাকে একটি স্ট্র্যাপলেস ব্যান্ডেউ বিকিনি টপে দেখা গিয়েছে। তিনি এটির সঙ্গে রেট্রো-স্টাইলের সানগ্লাস, টিন্টেড পিঙ্ক গ্লস, ঢিলেঢালা ট্রেস বেছে নিয়েছিলেন। তাঁর গোটা শরীর জুড়ে সানকিস।

আরও পড়ুন: দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত

তাঁর দ্বিতীয় সুইমিং কস্টিউমটি প্লাম শেডের  হলটার স্ট্র্যাপ দেওয়া বিকিনি। এর সঙ্গেও তাঁকে মানানসই সানগ্লাস পরতে দেখা গিয়েছে। গালে হালকা ব্লাশ এবং চকচকে গোলাপী ঠোঁটে তাঁকে দারুণ স্টাইলিশ দেখাচ্ছিল। নিককে মূলত স্টসে দেখা গিয়েছে। অন্যদিকে, মালতি পরনের বেশির ভাগ সময়ই ছিল ফ্রক। 

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সম্পর্কে

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বাগদানের পর ২০১৮ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দম্পতি ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের মেয়ে মালতীকে জন্ম দেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.