গুরুতর অসুস্থ রুক্মিণী মৈত্র। হাসপাতালে ভর্তি দেবের বান্ধবী। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রুক্মিণীর বহুচর্চিত ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। ছবির প্রচারে এক ইঞ্চি জমি ছাড়েননি নায়িকা। ছুটেছেন সূদূর মুম্বই পর্যন্ত। তবে এবার জবাব দিল তাঁর শরীর! আরও পড়ুন-ছেলের মধ্যে প্রাক্তনকে খুঁজে পান না পিঙ্কি! ১১-য় পা ওশের, আসেনি বাবার শুভেচ্ছা কার মতো দেখতে কাঞ্চন-পুত্রকে?
সমাজমাধ্যমে এখনও ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন হার না মানার জেদ নিয়ে। কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল অসুস্থ রুক্মিণী। ধুম জ্বর নায়িকার। ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন, সে-কথা আগেই বলেছিলেন, তবে শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে যাওয়ায় এবার হাসাপাতালে ভর্তি হতে হল রুক্মিণীকে। শনিবার রাতে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি দিলেন দেব-প্রিয়া।
সেখানে দেখা গেল রুক্মিণীর হাতে স্যালাইনের চ্যানেল। হাসপাতালের কেবিনে শুয়ে রয়েছেন পর্দার বিনোদিনী। ক্যাপশনে তিনি লেখেন, ‘হাল ছাড়ছি না, লড়াই চলছে’। রুক্মিণীর এই পোস্ট দেখেই উদ্বিগ্ন অনুরাগীরা। নায়িকার অসুস্থতার খবর জানিয়েছেন তাঁর কাছের মানুষ, বিনোদিনী পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও। রুক্মিণীর হাসপাতালে ভর্তি থাকার ছবি শেয়ার করে পরিচালক নিজের ছবির সংলাপ ধার করে লেখেন, ‘রুক্মিণী তুমি একজন ফাইটার, আমাদের ছবির এই সংলাপটা মনে আছে তো, এই জেদটা কোনোদিন ছাড়িস নে…হরি গুরু, গুরু হরি!’
ভাইরাল জ্বরে আক্রান্ত রুক্মিণী
ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার খবর দিয়ে এর আগে রুক্মিণী জানিয়েছিলেন, '১০২ জ্বরে আক্রান্ত গতকাল থেকে। কিন্তু আমার মনের জোর এখনও অদম্য।' তিনি এদিন আরও লেখেন, 'রুক্মিণীর ভাইরাল হয়েছে। কিন্তু বিনোদিনীর সঙ্গে দেখা করে আসুন আপনার কাছের সিনেম হলে।'
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
টেক্কার পর বিনোদিনী ছবিতেও রুক্মিণীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে দেখা মিলেছে রাহুল বসু। রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে দেখা গিয়েছে চন্দন রায় সান্যালকে। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে পিরিয়ড ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। যৌথভাবে ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।