বাংলা নিউজ > বায়োস্কোপ > Binodini biopic cast reveals: কে বর আর কে প্রেমিক? বিনোদিনীর বায়োপিকে রুক্মিণীর সঙ্গে কৌশিক-মীর-ওম-রাহুল

Binodini biopic cast reveals: কে বর আর কে প্রেমিক? বিনোদিনীর বায়োপিকে রুক্মিণীর সঙ্গে কৌশিক-মীর-ওম-রাহুল

বিনোদিনীর বায়োপিকে রুক্মিণীর সঙ্গে থাকছেন কারা?

নটী বিনোদিনী-র বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে রুক্মিণী মৈত্রের থাকার কথা জানা ছিল আগেই। বাদবাকি কোন চরিত্রে কাকে বাছলেন পরিচালক রামকমল?

বাংলায় নটী বিনোদিনী-র চরিত্রে অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি আসছে বড় পরদায়। এবার সামনে এল সিনেমায় আর কোন অভিনেতাকে কোন চরিত্রে দেখা যাবে। বলে রাখা ভালো এই সিনেমার প্রযোজনার দায়িত্বে আছে দেব এন্টারটেনমেন্ট ভেন্টারস, সঙ্গে প্রমোদ ফিল্মস।

সিনেমায় ন্যাশানাল থিয়েটারের প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রাঙা বাবুর চরিত্রে রাহুল বোস। মীরকে দেখা যাবে গুর্মুখ রায়ের চরিত্রে। আর কুমার বাহাদুর চরিত্রে থাকছেন ওম সাহানি। 

মাত্র ১১ বছরের কেরিয়ারে বাংলা থিয়েটারের দশা আর দিশা বদলে দিয়েছিলেন নটী বিনোদিনী। মঞ্চে প্রমিলা, সীতা, দ্রৌপদী, রাধা, মতিবিবি, কলাপকুণ্ডলার থেকে শ্রীচৈতন্য- একাধিক ঐতিহাসিক কিংবা সাহিত্য ও পুরাণনির্ভর চরিত্রকে তুলে ধরেছেন বিনোদিনী। লিখে গিয়েছিলেন নিজের আত্মজীবনীও।

রামকমলের ছবিতে বিনোদিনীর অভিনয় জীবন তো থাকবেই, সঙ্গে ফোকাস করা হবে বিনোদিনী ও গিরিশ ঘোষের সম্পর্কেও। যা গুরু-শিষ্য হিসেবে শুরু হলেও পরবর্তীতে পরিণতি পেয়েছিল দ্বন্দে। বিনোদিনীর ইচ্ছে ছিল কলকাতায় তখন নতুন তৈরি হওয়া স্টার থিয়েটারের নাম তাঁর নামে রাখা হবে বি-থিয়েটার। তবে তিনি কিছু মানুষের প্রতারনার শিকার হন। যাঁদের মধ্যে তাঁর নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষ ছিলেন। 

কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে আনন্দ প্লাসকে জানিয়েছেন, ‘রামকমলের থেকে প্রথম যখন গল্পটা শুনি ওর দৃষ্টিভঙ্গি আমাকে অবাক করেছিল। বিনোদিনীর চোখ দিয়ে গিরিশকে দেখানো হবে এই ছবিতে। আর ছবিখানা যে ভিস্যুয়ালি দুর্দান্ত হতে চলেছে তা বুঝতে পারছি।’

বিনোদিনী দিয়ে বহুদিন পর বাংলা সিনেমায় ফিরছেন রাহুল বোস। রাঙা বাবুর সঙ্গে বিয়ে হয়েছিল বিনোদিনীর। তাঁদের একটি মেয়েও হয়েছিল। রাহুলের কথায়, ‘আজকের দিনে খাঁটি প্রেম খুব কম দেখা যায়। সব পরিস্থিতিতে বিনোদিনীর পাশে দাঁড়িয়েছিল রাঙাবাবু। চরিত্র নির্মাণে রামকমলের ভাবনা আমার দুর্দান্ত লেগেছে।’

মীরের চরিত্র গুর্মুখ রায়-ও খুব গুরুত্বপূর্ণ। স্টার থিয়েটারের পত্তন হয়েছিল তাঁরই হাত ধরে। সঙ্গে এই গুর্মুখই দিয়েছিলেন বিনোদিনীকে কিনে নেওয়ার প্রস্তাব। ওমের চরিত্র কুমার বাহাদুর হলেন বিনোদিনীর প্রেমিক। 

প্রসঙ্গত, বলিউডেও কিন্তু তৈরি হচ্ছে নটী বিনোদিনী-র বায়োপিক। যেখানে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.