২০২৫-এর অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি বিনোদিনী একটি নটীর উপখ্যান। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের সবচেয়ে চর্চিত ব্যক্তিত্বের জীবনকাহিনি ফুটে উঠেছে। যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে। আরও পডুন-শীতের সকালে বিছানায় আদরে মাখামাখি! সৌরভ-দর্শনার বেডরুমের অন্তরঙ্গ ছবি ফাঁস
বিনোদিনী দাসীর অতীত, ইতিহাসের এক টুকরো দলিল উঠে এল ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’-এর ৩ মিনিটের ট্রেলারে। যা দেখলে আপনি তাকে বনশালির পিরিয়ড ছবি ভেবেও ভুল করতে পারেন। ছবির ট্রেলারে অনবদ্য রুক্মিণী। পর্দায় বিনোদিনী দাসীকে জীবন্ত করে তুলেছেন ‘দেব-প্রিয়া’। ছবির ট্রেলার লঞ্চে এসে রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ দেব। রুক্মিণীর দিকে ইশারা করে জানিয়েই দিলেন, ‘আজকে আসল স্টার বিনোদিনীই’।
রাম কমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ট্রেলারের শুরুতেই বিনোদিনীর মা-কে বলতে শোনা গেল, মেয়ে জানিয়েছে সে বারবণিতা হবে না। শুরুতেই বিনোদিনী গিরিশ ঘোষের কাছে হয়ে যান বিনি। তাঁকে ঘষা-মাজা করে অভিনয়ের জগতে নিয়ে আসেন ‘মাস্টারমশাই’ গিরিশ ঘোষ। বিনোদিনী শুরুতেই বুঝে গিয়েছিল, ‘দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না, এত মায়ার খেলা’।
ছবিতে বিনোদিনীর জীবনে প্রথম প্রেমিকের চরিত্রে দেখা মিলবে হ্যান্ডসাম ওম সাহানির। ট্রেলারে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ঝলকও উঠে এসেছে। তবে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী কারুর বাড়ির বউ হতে পারে না! সেই কটাক্ষ হজম করতে হয়েছিল বিনোদিনীকে। গুরু গিরিশ ঘোষের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। অভিনেতা রাহুল বসুকে এই ছবিতে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। একসময় যিনি বিনোদিনীর জীবনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছিলেন। ওদিকে বিনোদ বিবির ‘চাহনেওয়ালা’ ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীর।
বাংলা থিয়েটারের জন্য বিনোদিনীর আত্মত্যাগের এই কাহিনির ঝলকে মুগ্ধ দর্শক। এক নেটিজেন লেখেন, ‘যারা এতদিন বলত রুক্মিণী অভিনয় পারে না, তারা কোথায়?’ আরেকজন লেখেন, ‘সত্যি হ্য়াটস অফ! মনে হচ্ছে কোনও হিন্দি ছবির ট্রেলার দেখলাম। সুন্দর উপস্থাপনা’।
গত কয়েকমাস বিনোদিনীর জীবনকে যাপন করেছেন রুক্মিণী। তাঁর কথায়,'বিনোদিনী এমন একজন নারী যাঁর জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন। এরকম এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি তো নিজেকে ভাগ্য়বান মনে করছি।'
বিনোদিনীর শিল্প-স্পর্ধা আর সাহসের এই কাহিনি রুপোলি পর্দায় আসছে ২৩ শে জানুয়ারি। এই ছবির সহকারী প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব। খাদানের পর নতুন বছরে এই ছবির দিকে তাকিয়ে টলিউড।